ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবি’র বিশেষ প্রোগ্রামে ৬ জন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
বিসিবি’র বিশেষ প্রোগ্রামে ৬ জন ছবি : সংগৃহীত

ঢাকা: হাই-পারফরম্যান্স ইউনিটের (এইচপি) কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে প্রায় দেড় মাস ধরে। সম্প্রতি এইচপি’র ভেতরই ‘পনি’ (প্লেয়ারস অব ন্যাশনাল ইন্টারেস্ট) নামক একটি বিশেষ প্রোগ্রাম হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



১৬ দিনের এই প্রোগ্রামে রয়েছেন ৬ জন ক্রিকেটার। এরা হলেন- রবিউল ইসলাম, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, আরাফাত সানি, শুভাগত হোম ও মিঠুন আলী।

এই ছয়জনই সোমবার (১০ আগস্ট) যোগ দিয়েছিলেন অনুশীলনে। মিরপুরের একাডেমী মাঠে কোচ সারোয়ার ইমরানের অধীণে অনুশীলন করেন তারা।

রোববার (০৯ আগস্ট) এইচপি’র বোলিং কোচ সারোয়ার ইমরান পনি’র কর্মকান্ড সম্পর্কে সাংবাদিকদের জানান, ‘এখানে জাতীয় দল থেকে ছিটকে পড়া ক্রিকেটারদের প্রস্তুত রাখার চেষ্টা করা হবে। যাতে জাতীয় দল, ‘এ’ দলে ডাক আসলে তারা যেন খেলার জন্য প্রস্তুত থাকতে পারে। এই প্রোগ্রামে ক্রিকেটারদের স্কিল নিয়েই কাজ হচ্ছে। ছোট-খাট ইনজুরি সমস্যা, বোলিং অ্যাকশন সমস্যা নিয়েও কাজ চলবে। ’

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১০ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।