ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার বাজবে বিদায়ের সুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
এবার বাজবে বিদায়ের সুর ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছিলেন শ্রীলংকান গ্রেট ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। জানিয়েছিলেন তিন ম্যাচের প্রথম দুটি খেলেই বিদায় জানাবেন ক্রিকেটকে।

২০১৪ সালে টি-টোয়েন্টি ও ২০১৫ বিশ্বকাপ খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান সাঙ্গাকারা।
 
সাঙ্গার বিদায়ী টেস্ট সিরিজ বলেই কি না শনিবার গলে নাটকীয় জয় পেল লংকানরা! অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস অবশ্য পণ করেই নেমেছিলেন। ম্যাচে পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘এ সিরিজটি আমাদের জিততেই হবে। কারণ এটি গ্রেট সাঙ্গাকারার শেষ সিরিজ। ’ কথা রেখেছেন ম্যাথুস। ভারতের ঠোঁটের সামনে থেকে ম্যাচে বের করে নিয়ে এসেছেন। মাত্র ১৭৬ রানের জয়ের লক্ষ্যে নেমে ৪৯.৫ ওভার ব্যাট করে ১১২ রানেই গুটিয়ে যায় সফরকারী ভারত।
 
বল হাতে টিম ইন্ডিয়াকে গুঁড়িয়ে দেন বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। ৪৮ রান খরচায় তুলে নেন ৭টি উইকেট। ইনিংস ব্যবধানে হারের লজ্জা কাটিয়ে উল্টো একদিন হাতে রেখেই জয় তুলে নেয় লঙ্কাবাহিনী। সিরিজের দ্বিতীয় টেস্টে নিশ্চয়ই সিরিজ পকেটে পুরতে চাইবেন এই লংকান দলপতি। সাঙ্গাকারার বিদায়ী ম্যাচেও জয় তো চাইবেনই ম্যাথুস!

২০ আগষ্ট কলম্বোর পি.সারা ওভালে সিরিজের দ্বিতীয় টেস্ট। এখানেই থামবে সাঙ্গাকারার ব্যাট। ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন এই ব্যাটিং জিনিয়াস। এ অবধি ১৩৩ টেস্ট খেলে ৫৭.৭১ গড়ে করেছেন ১২,৩৫০ রান। রয়েছে ৩৮টি সেঞ্চুরি ও ৫২টি হাফ-সেঞ্চুরি । ৪০৪টি ওয়ানডে খেলে ২৫টি শতক ও ৯৩টি অর্ধশতকে করেছেন ১৪,২৩৪ রান। ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১৩২১ রান ৩৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।