ঢাকা: ওয়ানডে দলে নিয়মিত মুখ হলেও টেস্ট দলে এখনও থিতু হতে পারেননি অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। খেলেছেনই মাত্র তিনটি টেস্ট।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ০৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। আর ১৭-২১ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি খেলে দেশে ফিরবে সফরকারীরা। অবশ্য, এখনো কোনো পক্ষই স্কোয়াড ঘোষণা করেনি।
গত বছরের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সাদা পোশাকে মাঠে নামেন ম্যাক্সওয়েল। এরপর আর টেস্ট দলে ডাক পাননি।
এ বছরই সফল বিশ্বকাপ মিশন শেষে দুটি টেস্ট সিরিজের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। একটিতেও জায়গা হয়নি ম্যাক্সওয়েলের। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতলেও অসহায়ভাবে অ্যাশেজ হাতছাড়া করেছে অজিরা। সদ্যই এক ম্যাচ হাতে রেখে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিক ইংল্যান্ড।
বাংলাদেশ সিরিজ দিয়েই অপেক্ষার অবসান ঘটাতে চাইছেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘আমি অস্ট্রেলিয়া টিমে আমার অবস্থান নিয়ে সন্তুষ্ট। ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলায় ব্যাটিংয়ে আমার যথেষ্ট উন্নতি হয়েছে। বোলিংটাও খুব ভালো হচ্ছে। আমার মতে, টেস্ট ক্রিকেটে নিয়মিত হতে এটাই সেরা সময়। আশা করছি, ওয়ানডে ক্রিকেটের ফর্মটা টেস্টেও ধরে রাখতে পারব। ’
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
আরএম