সাতক্ষীরা: আন্তরিক সংবর্ধনা পেলেন বিশ্ব ক্রিকেটের চমক, সাতক্ষীরার কৃতি সন্তান, পেরিস্কুপ শটের জনক সৌম্য সরকার ও কাটার রাজা মুস্তাফিজুর রহমান।
সংবর্ধনায় দোয়া চেয়ে সৌম্য বললেন, সাতক্ষীরার খেলোয়াড়দের জন্য অন্তত একটি জিমনেশিয়াম দরকার।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা ক্রীড়া সংস্থা তাদের এই সংবর্ধনা প্রদান করে।
সংবর্ধনা গ্রহণকালে সংক্ষিপ্ত বক্তব্যে মুস্তাফিজুর রহমান সকলের কাছে দোয়া চেয়ে বলেন, আপনার আমাদের জন্য, আমাদের দেশের জন্য দোয়া করবেন।
আর সৌম্য বলেছেন, ক্রিকেট খেলার চেয়ে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে বক্তব্য দেওয়াটা কঠিন। এ সময় তিনিও সকলের কাছে দোয়া চেয়ে বলেন, সাতক্ষীরার খেলোয়াড়দের জন্য একটি জিমনেশিয়াম খুবই দরকার। জিমনেশিয়াম না থাকায় এখানকার, আমাদের ছোট ভাইয়েরা শারীরিক সক্ষমতা গঠেন ব্যর্থ হচ্ছে।
সুদূর খুলনা থেকে সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিতে আসা অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার, সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, বাংলার মানুষ হাসতে ভুলে গেছে। বাংলার মানুষকে প্রাণ খুলে হাসতে ও আনন্দ করার সুযোগ করে দিয়েছে আমাদের সৌম্য, আমাদের মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ বক্তব্যে অংশ নিয়ে সৌম্য ও মুস্তাফিজকে নিজের সন্তান আখ্যায়িত করে লোভ, হিংসা ও অহংকার থেকে দূরে থাকার উপদেশ দেন।
আর অনুষ্ঠানের সভাপতি, জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, দেশের ১১ জন ক্রিকেটারের ২ জন সাতক্ষীরার। এটা নিঃসন্দেহে গৌরবের। তিনি আরও বলেন, সাতক্ষীরার ক্রীড়া উন্নয়নে প্রয়োজনীয় সব কিছু করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাতক্ষীরা পৌর মেয়র এমএ জলিল, সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, শিল্পী রোজ বাবু প্রমুখ।
অনুষ্ঠানে মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারকে ক্রেস্ট এবং তাদের উদ্দেশ্যে লেখা কবিতা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৫
এমআর