ঢাকা: কন্ডিশনিং কোচ মারিও বিল্লাভারায়েন শনিবার (২২ আগস্ট) দলের বেশিরভাগ ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নিয়েছিলেন। রোববার (২৩ আগস্ট) ক্যাম্পের দ্বিতীয় দিন তাই কিছুটা নির্ভারই ছিলেন ক্রিকেটাররা।
খেলা শুরু করতেই অঝোর ধারায় বৃষ্টি নামে মিরপুরে। দৌড়ে ড্রেসিংরুমেই আশ্রয় নিলেন ক্রিকেটাররা। এ বৃষ্টি থামার নয় ভেবে ফুটবল খেলতে মরিয়া ক্রিকেটাররা আবার নেমে পড়লেন মাঠে। বৃষ্টিতে ভিজেই ফুটবলে মাতলেন মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, লিটন দাস, রুবেল হোসেন, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, শুভাগত হোম, আল আমিন হোসেন ও শফিউল ইসলাম।
নিজেদের মধ্যে বল কাড়াকাড়ি, শিশুসুলভ ভঙ্গিমায় আরেকজনকে ফেলে দেওয়া (ল্যাং মারা), খুনসুটি আর ভেজা ঘাসে স্লিপ দেওয়া-এসব করেই সাড়ে এগারটা থেকে দুপুর একটা অবধি (দেড় ঘন্টা) শের-ই-বাংলা স্টেডিয়াম মাতিয়ে রেখেছিলেন ক্রিকেটাররা। আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি ফিটনেস নিয়ে কাজটাও হয়ে গেল ক্রিকেটারদের।
রোববার ক্যাম্পে যোগ দিয়েছিলেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যক্তিগত কারণে গতকাল (২২ আগস্ট) ক্যাম্পের প্রথম দিন যোগ দিতে পারেননি তিনি।
টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৫
এসকে/এমআর