ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রংপুরের পে-অর্ডার ও ব্যাংক গ্যারান্টি প্রদান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
রংপুরের পে-অর্ডার ও ব্যাংক গ্যারান্টি প্রদান

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের জন্য সিলেট রয়্যালসের পর রংপুর রাইডার্স বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে নির্ধারিত পে-অর্ডার ও ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে বিসিবি কার্যালয়ে গিয়ে রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা রফিকুল ইসলাম এক কোটি টাকার পে-অর্ডার ও সাড়ে চার কোটি টাকার ব্যাংক গ্যারান্টি বিসিবি’র কাছে জমা দিয়েছেন।



এরপর  তিনি সাংবাদিকদের জানান, ‘আমরা এক কোটি টাকার পে-অর্ডার ও সাড়ে চার কোটি টাকার ব্যাংক গ্যারান্টি আজ জমা দিয়ে দিয়েছি। আশা রাখছি, এবার আমাদের রংপুর রাইডার্স নামেই দল দেওয়া হবে। তবে বাংলাদেশের যে কোনো বিভাগকে দিলেও আপত্তি থাকবে না। দল পেলে দেশের ভালো মানের ক্রিকেটারদের প্রতি আমাদের আগ্রহ বেশি থাকবে। আমার মনে হয় এবার সুন্দর একটা ইভেন্ট আয়োজন করবে বিসিবি। ’

এর আগে গতকাল (শনিবার, ২৯ আগস্ট) পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে সিলেট রয়্যালস পে-অর্ডার ও ব্যাংক গ্যারান্টির টাকা বিসিবি’তে জমা দেয়। আগেই রংপুর এবং সিলেট তাদের গত আসরের বকেয়া পাওনা পরিশোধ করে।

এ ছাড়া  ফ্র্যাঞ্চাইজি হতে ইচ্ছুক এমন নতুন ১১টি কোম্পানির মধ্যে দুটি কোম্পানি পে অর্ডার ও ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে। কোম্পানি দুটি হলো- ডিবিএল ব্রাদার্স ও এক্সিওম টেকনোলজিস। বিসিবি সূত্র মতে, নতুনদের মধ্যে স্কয়ার ও বেক্সিমকো-এই দুটি প্রতিষ্ঠান রোববার পে- অর্ডার ও ব্যাংক গ্যারান্টির অর্থ জমা দিতে পারে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।