ঢাকা: টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জর্জ বেইলি, এমন খবর উড়িয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে এমনটি জানানো হয়।
অ্যাশেজ সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-২০তে সুস্থ থাকলেও মাঠের বাইরে ছিলেন বেইলি। যেখানে অজিরা ৫ রানে হারে। ম্যাচের পর ফক্স স্পোর্টস জানায়, টি-২০ থেকে অবসরে যাচ্ছেন বেইলি।
বেইলি সর্বশেষ বাংলাদেশে ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপে অজিদের নেতৃত্ব দিয়েছিলেন। সেবার দলটি গ্রুপপর্ব পার হয়েছিল। তবে এরপর থেকেই এই ফরম্যাটে অনিয়মিত হওয়ায় গুঞ্জন ওঠে অবসরে যাচ্ছেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেইলি নির্বাচক ও ম্যানেজমেন্টের সঙ্গে তার টি-২০ ভবিষ্যত সম্পর্কে কথা বলেছেন। সে আগামীতে দলের সকল টি-২০ ও ভারতে ২০১৬ বিশ্বকাপে অংশগ্রহণ করতে চায়। ’
এদিকে ইংলিশদের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্কোয়াডে রয়েছেন বেইলি এবং প্রতিটি ম্যাচেই খেলার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এমএমএস