ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাদা পোশাকে ফিরতে চান রুবেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
সাদা পোশাকে ফিরতে চান রুবেল ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাদা পোশাকে টাইগারদের হয়ে সর্বশেষ চারটি টেস্ট খেলা হয়নি পেসার রুবেল হোসেনের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে ঢুকতে মরিয়া এই ডানহাতি পেসার।

অস্ট্রেলিয়া সিরিজে যেন বাংলাদেশ দলে থাকার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে মিরপুরে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন রুবেল। তিনি জানান, অস্ট্রেলিয়া সিরিজে যেন দলে থাকতে পারি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। টেস্ট দলে নিয়মিত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করার পাশাপাশি লম্বা সময় বোলিং করার মানসিকতা তৈরি করছি। কিভাবে ভালো জায়গায় বোলিং করতে হবে-তা নিয়েও কাজ করছি। ’

রুবেল যোগ করেন, অস্ট্রেলিয়া যে উইকেটে অ্যাশেজ খেলেছে সেটা ভিন্ন উইকেট। আমাদের এখানে উইকেট হবে অন্যরকম। ওরা টেস্টের উপর  বেশি জোর দেয়। আমরা যেন তাদের আউট করতে পারি সেভাবে চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, ‘আমাকে জোড়ে বল করতে হবে। বল পুরোনো হলে রিভার্স সুইং করাতে হবে। আমার কাজই হচ্ছে এটা। আমার শক্তির জায়গা নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। ’

রুবেল মনে করেন পেসাররা এখন ভালো করায় স্পিনারদের উপর নির্ভরতা কমছে দলের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। আগে আমাদের স্পিনারদের উপর বেশি নির্ভর করতে হতো। সর্বশেষ কয়েকটি সিরিজে আমরা পেসাররা ভালো করেছি। বল পুরোনো হলে আমাদের জন্য আরও ভালো হয়। যেভাবেই হোক অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা ভালো করতে চাই। ’

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।