ঢাকা: শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। বৃষ্টি আইনে পাকিস্তানকে ২০ রানে জয়ী ঘোষণা করা হয়।
বিকেএসপি’র চার নম্বর মাঠে পাকিস্তানের ইনিংসে অধিনায়ক হাসনাইন ২৭ বলে আটটি বাউন্ডারিতে ৩৯ রান করেন। তবে এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশের তীর্থের বলে ব্যক্তিগত সাত করেন আউট হন মাতলুব কোরাইশি। এ সময় পাকিস্তান স্বাগতিকদের থেকে ডিএল মেথডে ২০ রানে এগিয়ে ছিল।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের তিন বল বাকি থাকতে ১১২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান করেন আমিন উদ্দিন। পাকিস্তানি বোলার ফায়াজ আহমেদ চার ওভারে ১১ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ।
অন্যদিকে দিনের অপর খেলায় ভারতের বিপক্ষে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর গড়ে বৃষ্টি আইনে ২৩ রানে জয় পায় ইংল্যান্ড। ইংলিশরা প্রথমে ব্যাট করে ১৫০ রান করে। পরে ভারতের ইনিংসে ১১ ওভার শেষে বৃষ্টি নামে। সে সময় দলটি তিন উইকেট হারিয়ে ৫৩ রান করেছিল।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এমএমএস