ঢাকা: অারো একবার চ্যাম্পিয়নের মুকুট পড়লো ইয়র্কশায়ার। লর্ডসে মিডলসেক্সকে ১০৬ রানে অলআউট করে শিরোপার স্বাদ পায় দলটি।
চারদিনের এই টুর্নামেন্টে ইয়র্কশায়ার এ নিয়ে রেকর্ড ৩৩ বার চ্যাম্পিয়ন হয়েছে (একবার যৌথভাবে)। এ আসরে দ্বিতীয় স্থানে থাকা মিডলসেক্সের শিরোপা জিততে হলে ব্যাটিংয়ে আরো পাঁচ পয়েন্ট দরকার ছিল। তবে প্রথম ইনিংসে ১০৬ রান অলআউট হওয়ায় দ্বিতীয় অবস্থানে থেকে তাদের শেষ করতে হয়।
ইয়র্কশায়ারের এ দলে বর্তমান ইংলিশ তারকা ক্রিকেটার জো রুট, অ্যাডাম লিথ, গ্যারি ব্যালেন্স ও আদিল রশিদ খেলেছেন। এছাড়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যারন ফিঞ্চও এই দলের সদস্য। তবে সবাইকে ছাপিয়ে এদিন প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ৭০০ উইকেট দখল করেন সাইটবটম। এই মৌসুমে তিনি ৩৯টি উইকেটও নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এমএমএস