ঢাকা: ক্রিকেট বিশ্বে মাত্র ১৮ বছর বয়সে আগমনের পর হইচই ফেলে দিয়েছিলেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির। সে সময় তাকে তুলনা করা হয়েছিল দেশটির সাবেক তারকা ইমরান খান, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের সঙ্গে।
পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ক্রিকেট মাঠে ফিরেছেন আমির। ঘরোয়া লিগে খেলা এ তারকার এবারের লক্ষ্য পাকিস্তান জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। নতুন করে আবারো শুরু করতে যাওয়া আমিরকে নিয়ে আশাবাদী বাংলাদেশের সাবেক বোলিং কোচ ইয়ান পন্ট।
টাইগার বোলারদের ২০১০-১১ সালে কোচিং করিয়েছেন পন্ট। ৫৪ বছর বয়সী ইংলিশদের ডানহাতি এ ফাস্ট বোলার পাকিস্তানের স্পিডস্টার প্রসঙ্গে বলেছেন, আমির একজন বামহাতি সম্ভাবনাময়ী ক্রিকেটার। তার ভবিষ্যৎ শেষ হয়ে যায়নি। এখনও সে বোলিং মার্কে গতির ঝড় তুলতে পারে।
পন্ট আমির প্রসঙ্গে আরও যোগ করে বলেন, সে দ্রুতগতিতে বল করার মতো স্বভাবজাত ক্রিকেটার। কোনো মারাত্মক চোট ছাড়া আমির ঘণ্টায় ১৪০ কিলিমিটার বেগে বল করতে পারে। আমার কাছে মনে হয়, জাতীয় দলে ফিরতে পারলে সে এর থেকেও বেশি গতিতে বোলিং করতে সক্ষম হবে।
ক্রিকেট ইতিহাসে রেকর্ড ১৪ টেস্টে ৫০ উইকেট নেওয়া আমির বর্তমানে জাতীয় দলে ফিরতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ঘরোয়া লিগের পাশাপাশি নেট বোলিংয়েও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন এ বাঁহাতি ফাস্ট বোলার।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৫
এমআর