ঢাকা: একটা সময় ছিল যখন বাংলাদেশ ক্রিকেট দলে আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিসের বিকল্প ছিল না। ব্যাটিংয়ে নিজের আধিপত্য বিস্তার করে খেলেছেন নাফিস আর টাইগারদের হয়ে প্রথম ২০০ উইকেটে নেওয়ার রেকর্ড গড়েছিলেন রাজ্জাক।
বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান উন্নতির পেছনে ওপরের দুই ক্রিকেটারের অবদান অসীম। কিন্তু নির্বাচকদের দৃষ্টি এখন তরুণ ক্রিকেটারদের দিকে। যার ফলে আবারো জাতীয় দলে ফিরতে চাইলেও লাইমলাইটে আসতে পারছেন না তারা।
এখনকার অবস্থা যাইহোক, অল্প কয়েকজন সিনিয়র ক্রিকেটারের মধ্যে রাজ্জাক জাতীয় দলে ঢুকতে এখনও আশাবাদী। বয়সটা ৩৩ এর কোঠায় চলে গেলেও লাল-সবুজ জার্সি গায়ে এখনও ভালো করতে পারবেন বলে তার বিশ্বাস।
বাংলাদেশ দলে বর্তমানে সবাই ভালো ক্রিকেটার উল্লেখ্য করে রাজ্জাক বলেন, ‘আমি মনেকরি আমার ক্যারিয়ার এখনও শেষ হয়ে যায়নি। আমি দলে ফিরতে এখনও আশাবাদী। বর্তমানে আমি নিজেকে ফিট রাখতে চাই আর আগামী জাতীয় লিগে ভালো করতে চাই। ’
অন্যদিকে রাজ্জাকের মত নাফিসও বুক ভরা আশা নিয়ে এগিয়ে চলছেন। তার বিশ্বাস আগামী জাতীয় লিগে রানের ফুলঝুড়ি ছড়াতে পারবেন তিনি। সেই সঙ্গে জাতীয় দলে ফিরে আগের সেই দাপট দেখাতে পারবেন তিনি।
নাফিসকে তার ফিটনেস সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মাঠে আসুন এবং দেখুন আমি কতটা ফিট। ’
রাজ্জাক জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫২টি ওয়ানডে খেলে ৪.৫৬ ইকোনোমিতে ২০৭টি উইকেট পেয়েছেন। অবশ্য ওয়ানডের মত টেস্টে তিনি সফলতা দেখাতে পারেন নি।
অন্যদিকে ৭৫টি ওয়ানডেতে ৩১.৪৪ গড়ে চারটি সেঞ্চুরি সহ ২২০১ রান করেছেন নাফিস। আর ২৪ টেস্টে ২৬.৩৯ গড়ে একটি সেঞ্চুরি সহ ১২৬৭ রান করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমএমএস