ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ ‘এ’ দলের কোচ হিথ স্ট্রিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
বাংলাদেশ ‘এ’ দলের কোচ হিথ স্ট্রিক

ঢাকা: ভারত সফরে বাংলাদেশ ‘এ’ দলের মূল কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের বোলিং কোচ হিথ স্ট্রিক। মুমিনুল হকের নেতৃত্বে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুই সপ্তাহের সফরে ভারত যাচ্ছে জাতীয় দলের আদলে গড়া ‘এ’ দল।



বাংলাদেশ ‘এ’ দল ভারত ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। পরে একই দলের বিপক্ষে একটি তিন দিনের ম্যাচ খেলবে টাইগাররা। আরেকটি তিন দিনের ম্যাচ খেলবে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটকের বিপক্ষে।

আসন্ন অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দল গড়া হয়েছে শক্তিশালী করে। স্ট্রিকের অধীনে ১৫ সদস্যের এই দলের ১৪জনই এর আগে জাতীয় দলের হয়ে খেলেছেন। শুধুমাত্র সাকলাইন সজীবকে জাতীয় দলের বাইরে থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এর আগে এত শক্তিশালী ‘এ’ দল কখনো দেখা যায়নি।

বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক) এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, রনি তালুকদার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও শুভাগত হোম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।