ঢাকা: ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের পরিচালক পদে বহাল থাকবেন রবি শাস্ত্রী। এক ঘোষণায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এটি নিশ্চিত করে।
বিসিসিআই’র উপদেষ্টা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছেন। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষন, বোর্ড প্রেসিডেন্ট জাগমোহন ডালমিয়া ও সেক্রেটারি অনুরাগ ঠাকুর কমিটিতে রয়েছেন।
গত বছরের আগস্টে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ হারের পর শাস্ত্রীকে ভারতীয় দলের পরিচালক পদে নিয়োগ দেয় বিসিসিআই। একইসঙ্গে সঞ্জয়, অরুণ ও শ্রীধরকে সহকারী কোচ করা হয়। ধোনি-কোহলিদের পারফরম্যান্সেও এর প্রভাব পড়ে।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি ৩-১ ব্যবধানে হারলেও সমান সংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজে ইংলিশদের ৩-১ ব্যবধানে হারায় টিম ইন্ডিয়া। উল্লেখ্য, প্রথম টেস্ট ড্র ও প্রথম ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়।
গত জুনে বাংলাদেশ সফরের আগে শাস্ত্রীসহ তিন সহকারী কোচের চুক্তি নবায়নের নিশ্চয়তা দেয় বিসিসিআই। অবশেষে তা বাস্তবায়িত হলো। অবশ্য তিন সহকারী কোচ এখনো নতুন চুক্তির বিষয়ে নিজেদের সম্মতি জানাননি।
ভারতে আগামী বছরের ১১ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের পর্দা উঠবে। ০৩ এপ্রিল এর সমাপ্তি ঘটবে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরএম