ঢাকা: দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশন (ডিডিসিএ) ভারতের সাবেক ব্যাটিং গ্রেট অজয় জাদেজাকে কোচ হওয়ার প্রস্তাব করেছে। রঞ্জি ট্রফিতে দিল্লির প্রধান কোচের পদে জাদেজার নাম প্রস্তাব করেছে দলটির কার্য নির্বাহী কমিটি।
ডিডিসিএ এর প্রেসিডেন্ট স্নেহ প্রকাশ বানশাল, জাদেদার কোচ হওয়ার প্রস্তাবটি নিশ্চিত করেছেন।
ফিক্সিং কেলেঙ্কারির অপবাদ নিয়ে ক্রিকেট থেকে বিদায় নেওয়া জাদেজার প্রসঙ্গে বানশাল বলেন, তাকে ডিডিসিএ কমিটির অধিকাংশ সদস্য কোচ হওয়ার জন্য অনুমোদন দিয়েছেন। ২৭ জন কার্যনির্বাহী সদস্যের মাঝে ১৯ জন জাদেজার নাম প্রস্তাব করেছেন। এখন আমরা কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছি।
তবে, জাদেজার নাম প্রস্তাবিত হলেও ভারতের সাবেক এ ব্যাটিং তারকা কিছুই জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, আমি সংবাদমাধ্যম মারফত শুনেছি। তবে, আমার সাথে ব্যক্তিগতভাবে কিংবা অফিসিয়ালি কেউ আলোচনা করেননি। আমি যেহেতু ক্রিকেটকে মনেপ্রাণে ভালোবাসি, সেহেতু ক্রিকেটারদের নিয়ে কাজ করতে চাই। আমার সাথে তারা চুক্তি করতে চাইলে আমি আনন্দের সহিত রাজি হবো।
জাদেজা আরও যোগ করেন, রঞ্জি ট্রফিতে আমি রাজস্থান এবং হরিয়ানার সাথে কাজ করছি। তাদের তরুণ ক্রিকেটারদের নিয়ে বেশ কয়েক বছর ধরেই দায়িত্ব পালন করে আসছি।
একটি সূত্র থেকে জানা যায়, জাদেজাকে রঞ্জি ট্রফিতে দিল্লির প্রধান কোচের পদের পাশাপাশি তাকে অনূর্ধ্ব-২৩ দলেরও দায়িত্ব দেওয়া হবে।
বাংলাদেশ সময় : ১৭২৫ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৫
এমআর