ঢাকা: প্রায় তিন বছর পর ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ১৭তম জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) তিনি খুলনা বিভাগের হয়ে মাঠে নামেন।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় খুলনা ও ঢাকা বিভাগের মধ্যকার প্রথম রাউন্ডের মাচটি শুরু হয়। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে ঢাকা। অন্যদিকে, খুলনার হয়ে ফিল্ডিংয়ে নামার মধ্য দিয়ে জাতীয় লিগে দীর্ঘ সময়ের বিরতির ইতি টানেন সাকিব।
এর আগে সর্বশেষ ২০১২ সালের নভেম্বরে জাতীয় লিগে খেলেছিলেন সাকিব। তখনও প্রায় দীর্ঘ চার বছর পর প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরেছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। তাহলে কী এবারও তিনি লম্বা সময়ের জন্য জাতীয় লিগ থেকে দূরে থাকবেন? অবশ্য, অন্য কোনো কারণে নয়, বিশ্বব্যাপী বিভিন্ন দেশের ঘরোয়া লিগে অংশ নেওয়াতেই সময় দিতে পারেন না সাকিব।
উল্লেখ্য, একই সময়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুর বিভাগ-ঢাকা মেট্রো, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী বিভাগ-বরিশাল বিভাগ ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের মুখোমুখি হয় সিলেট বিভাগ।
শুধুমাত্র প্রথম রাউন্ডের ম্যাচে অংশ নিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তাই খুলনার হয়ে চারদিনের ম্যাচ শেষেই সাকিবকে আর দেখা যাবে না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে জাতীয় লিগে সাকিব ছাড়াও মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের মতো জাতীয় দলের শীর্ষ তারকা ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। তবে, জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার ‘এ’ দলের হয়ে ভারত সফরে থাকায় প্রথম রাউন্ডের ম্যাচে তারা অংশ নিতে পারছেন না।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
আরএম