ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানে পিসিএল চান আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
পাকিস্তানে পিসিএল চান আফ্রিদি ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৬’র ফেব্রুয়ারিতে কাতারের দোহায় অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিসিএল)। সবকিছুই চূড়ান্ত।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এমন সিদ্ধান্ত মানতে পারছেন না শহীদ আফ্রিদি।

আফ্রিদি চান নিজ দেশেই যেন পিসিএলের প্রথম আসরটি অনুষ্ঠিত হয়। তাতে বিদেশি ক্রিকেটার অংশ না নিলেও কিছু যায় আসে না। কিন্তু, প্রশ্নটা হচ্ছে তারকা ক্রিটেরাররা না খেললে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি কী জনপ্রিয়তা পাবে? তবে এটিকে বড় করে দেখতে নারাজ ‘বুমবুম’ আফ্রিদি।

এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘খুবই চমৎকার হবে যদি পিসিএল পাকিস্তানে অনুষ্ঠিত হয়। জিম্বাবুয়ে সিরিজের মধ্য দিয়ে দেশের মাটিতে ‍আন্তজার্তিক ক্রিকেট ফেরে। এ ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আমরা আশাবাদী। আমাদের ক্রিকেট আমাদের সীমানার মধ্যেই হওয়া উচিৎ। অন্য দেশে গিয়ে কেন খেলব? পাকিস্তানে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হলে মাঠগুলোও পুনর্জাগরিত হবে, গ্যালারি ভরা দর্শক থাকবে। এতে করে দেশের ক্রিকেটাররাই সবচেয়ে বেশি উপকৃত হবে। ’

কিন্তু, পাকিস্তানে পিসিএল হলে নিরাপত্তাজনিত কারণে বিদেশি ক্রিকেটারদের এ টুর্নামেন্টটি এড়িয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু হবে না। তবে এর বিরোধিতা করছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। ‘বিদেশি খেলোয়াড়রা ‍আসুক বা ‍না আসুক এ বিষয়ে আমি মোটেও উদ্বিগ্ন নই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, দেশের মাটিতে ক্রিকেটকে পুনরিজ্জীবিত করা। এতে করে তরুণ ক্রিকেটাররা বিপুল সংখ্যক সমর্থকের সামনে খেলার সুযোগ পাবে। ’

আফ্রিদি উল্লেখ করেন, ‘অন্য দেশের ক্রিকেটারদের পাকিস্তানে খেলার আমন্ত্রণ জানালে তারা তা ফিরিয়ে দেবেন এমনটি ভাবা ঠিক হবে না। ব্যক্তিগতভাবে আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি। সবাই এখানে আসতে প্রস্তুত। ভালো প্রস্তাব দেওয়া হলে বিদেশি ক্রিকেটারদের না আসার তো কোনো কারণ দেখছি না। তাছাড়া পাকিস্তানের সার্বিক পরিস্থিতিও দিনকে দিন উন্নত হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।