ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়ার বাজে ফিল্ডিং লঙ্কানদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এশিয়ার বাজে ফিল্ডিং লঙ্কানদের ছবি: সংগৃহীত

ঢাকা: এশিয়ার সবথেকে বাজে ফিল্ডিং সাইড নিয়ে খেলছে শ্রীলঙ্কা ক্রিকেট দল, এমন মন্তব্য খোদ দলটির কোচ জেমর জয়ারত্নের। লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে জয়ারত্নেকে অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।



ক্রিকেটের দুই পরাশক্তি পাকিস্তান আর ভারতের বিপক্ষে সর্বশেষ দুটি টেস্ট সিরিজে হেরেছে এশিয়ার আরেক শক্তিশালী দল শ্রীলঙ্কা। পরপর দু’টি সিরিজে হারের হতাশা নিজের কাঁধে নিয়ে লঙ্কান দলের কোচ মারভান আতাপাত্তু দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

আতাপাত্তুর স্থলাভিষিক্ত হয়ে লঙ্কানদের অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব নেওয়া ৪৯ বছর বয়সী জয়ারত্নে দলকে নিয়ে কাজ শুরু করেছেন। তবে, দলের ফিল্ডিং বিভাগের পারফর্মে মোটেই সন্তুষ্ট নন তিনি।

এ প্রসঙ্গে মুখ খুলে জয়ারত্নে বলেন, এ মুহূর্তে এশিয়ার সবথেকে বাজে ফিল্ডিং নিয়ে আমরা খেলছি। এ মহাদেশে আমাদের মতো বাজে মানের ফিল্ডিং সাইড নেই। আমরা পাকিস্তানের থেকে পিছিয়ে নেই। কিন্তু ফিল্ডারদের বাজে ফিল্ডিং পাকিস্তানের থেকে আমাদের পিছিয়ে দিয়েছে। ভারত প্রমাণ করেছে ফিল্ডিংয়ে তারা এশিয়ার সেরা দল। এমনকি বাংলাদেশের ফিল্ডিংও আমাদের থেকে অনেক ভালো।

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিতে ১-০ তে এগিয়ে থাকলেও পরের দুটি ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করে শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানের বিপক্ষেও ঘরের মাটিতে টেস্টে হারে লঙ্কানরা।

গত মে মাসে দক্ষিণ আফ্রিকার উড়ন্ত ফিল্ডার হিসেবে পরিচিত জন্টি রোডস তার ফিল্ডিং কৌশল শেখান শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলকে। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে দশ দিন তিনি লঙ্কান ক্রিকেটারদের ফিল্ডিংয়ের রণকৌশল শেখান।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।