ঢাকা: সিএমজে স্প্রিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড পেলেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। চলতি বছর কিউইদের ইংল্যান্ড সফরে অসাধারণভাবে নেতৃত্ব দেওয়ায় এই পুরস্কার ওঠে ম্যাকালামের হাতে।
এই পুরস্কারটি যৌথভাবে মেরিলেবন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) থেকে এমসিসি’র সাবেক প্রেসিডেন্ট ও বিবিসি’র ধারাভাষ্যকার ক্রিস্টফার মার্টিন-জেনকিনসকে উৎসর্গ করে দেওয়া হয়। ২০১৩ সালে জেনকিনসের মৃত্যু হয়।
এমসিসি অ্যাওয়ার্ডটি চারটি ক্যাটাগরিতে দেওয়া হয়। ক্যাটাগরি গুলো হচ্ছে, পুরুষ, নারী, স্কুল ও পেশাদারী। যারা খেলায় ‘স্পোর্টসম্যানশিপ’ ও বিপক্ষ খেলোয়াড় ও আম্পায়ারদের প্রতি সম্মান দেখান তাদেরই এই পুরস্কারটি দেওয়া হয়।
এর আগে এই পুরস্কারটি পেয়েছিলেন যথাক্রমে ইংলিশ ক্রিকেটার ওয়েনি ম্যাডসন ও লুক রাইট। পুরস্কার প্রাপ্তদের নির্বাচন করেন বিবিসি’র টেস্ট ম্যাচ স্পেশাল জোনাথন অ্যাগনিউ ও এমসিসি’র প্রেসিডেন্ট ডেভিড মরগান।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমএমএস