ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ সেমির হিরো যাচ্ছেন পিএসএলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
বিশ্বকাপ সেমির হিরো যাচ্ছেন পিএসএলে ছবি : সংগৃহীত

ঢাকা: যতই দিন যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে খেলতে তারকা ক্রিকেটাররা নিজেদের জড়াতে চাইছেন। এর আগে কেভিন পিটারসেন, ডোয়াইন ব্রাভো আর ক্রিস গেইলদের এ আসরে খেলার কথা নিশ্চিত করেছে টুর্নামেন্ট কমিটি।

এবার সে তালিকায় যোগ হলেন নিউজিল্যান্ডের গ্রান্ট ইলিয়ট।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশটির ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে যাচ্ছে। ২০১৬ সালের ০৪ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএলের প্রথম আসরটি হওয়ার কথা রয়েছে। এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে এক মিলিয়ন ডলার।

এ টুর্নামেন্টে ইলিয়টের অংশগ্রহণের প্রসঙ্গে কিউই বোর্ড থেকে জানানো হয়, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পাকিস্তান ক্রিকেটের আসরে খেলার জন্য ইলিয়টের আগ্রহ রয়েছে।

ফেব্রুয়ারির ৩-৮ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডকে চ্যাপেল-হ্যাডলি সিরিজে মাঠে নামতে হবে। নিউজিল্যান্ডের ক্রিকেট প্রধান লিন্ডসে ক্রোকার বলেছেন, ইলিয়ট আমাদের কাছে পিএসএল খেলার ব্যাপারে বলেছে। বোর্ড থেকে ছুটিও চেয়েছে। তবে, সে নিশ্চিত করেছে চ্যাপেল-হ্যাডলি সিরিজ শেষ করে তারপরই পাকিস্তানের আসরে খেলতে যাবে। সে আরও জানিয়েছে, তার কাছে সর্বপ্রথম গুরুত্ব পাবে অজিদের বিপক্ষে সিরিজটি।

ক্রোকার আরও বলেন, চ্যাপেল-হ্যাডলি সিরিজের পর টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে, সেখানে ইলিয়টের নাম নেই, তাই সে পিএসএলে খেলার জন্য আগ্রহ দেখিয়েছে। আমরাও চাই পাকিস্তানের টি-টোয়েন্টি ফরমেটের এ টুর্নামেন্ট খেলে সে কিছু অভিজ্ঞতা অর্জন করুক। ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সাহায্যে লাগবে ইলিয়টের অভিজ্ঞতা।

গত বিশ্বকাপের সেমিফাইনালের নায়ক ৩৬ বছর বয়সী ইলিয়ট ৫ দলের অংশগ্রহণে হতে যাওয়া পিএসএলে স্বদেশী হিসেবে পাবেন জেমস ফ্রাঙ্কলিন আর জেসি রাইডারকে। সেমিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি হারতে থাকা দলকে একাই জিতিয়ে দেন।

দুবাই আর শারজার মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এ আসরটিতে কাইরন পোলার্ড, সুনিল নারাইনদের মতো ক্রিকেটাররা খেলবেন বলে জানিয়েছে পিএসএল কমিটি। এছাড়া বাতাসে গুঞ্জন আছে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দিকেও নজর রয়েছে টুর্নামেন্ট কমিটির।

এর আগে ২০১৪ ও ২০১৫ সালে পিএসএল আয়োজনের ঘোষণা দিয়েছিল পিসিবি। কিন্তু স্পন্সর ও লজিস্টিক সাপোর্ট না পাওয়ায় ভেস্তে যায় তাদের সে পরিকল্পনা।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।