ঢাকা: ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত করায় হতাশা নেমে এসেছে দেশের ক্রিকেটে। সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়ার পরও বাংলাদেশ সফরে আপাতত আসছে না অজিরা।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, ‘এখানে লক্ষ্যনীয় ব্যাপার তারা কিন্ত ট্যুরটা বাতিল করেনি, স্থগিত করেছে। তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। সামনে আইসিসি’র মিটিং আছে। ৯ অক্টোবর আমি যাচ্ছি। ওখানে গিয়ে তাদের সঙ্গে বিশদভাবে আলোচনা হবে। আমরা অচিরেই কিভাবে এখানে তাদের খেলানো যায়, সে ব্যাপারে আলোচনা করবো। আমার বিশ্বাস ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যে সম্পর্ক আমাদের, তাতে সিরিজের জন্য একটা সময় বের করতে পারবো। ’
সিরিজ স্থগিত হওয়ায় বাংলাদেশের ক্রিকেট কতটা ক্ষতিগ্রস্থ হলো-এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের ক্ষতি তো হয়েছে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ১৬ কোটি মানুষের দেশ, আমাদের দেশের সবাই মুখিয়ে ছিল কখন অস্ট্রেলিয়া আসবে, সিরিজটা মাঠে কখন গড়াবে। সবাই দেখবে। সেক্ষেত্রে তো এটা একটা বিরাট ক্ষতি। দর্শকরা বঞ্চিত হলো। এ দেশের মানুষ কষ্ট পেল, আমরা কষ্ট পেয়েছি। আপনারাও পেয়েছেন। সকলেই পেয়েছে। এ বছর দেশের ক্রিকেটের সবচেয়ে ভালো সময় যাচ্ছিল। এ রকম একটা সময়ে এমন দুঃখজনক ঘটনা আমাদের ক্রিকেটে ঘটলো, তাতে আমরা ব্যথিত। ’
সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়ার পর অস্ট্রেলিয়া আসলো না; পরবর্তী টুর্নামেন্ট গুলোতে এর প্রভাব থাকবে কিনা-এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান জানান, ‘ওদের যে সিকিউরিটি পরিকল্পনা দেওয়া হয়েছিল, এটা যে কোনো সিকিউরিটির লোক দেখলেই বুঝতে পারবে তারা কতটা নিরাপদে থাকতো। এ মুহূর্তে এর বাইরে কিছু ভাবা কঠিন। আমাদের সঙ্গে তো শুধু নয় আরও কিছু দেশেও এলার্ট জারি করা হয়েছে। কোথাও তো খেলা বন্ধ নেই। আমাদের মূল কাজ হবে যত দ্রুত সম্ভব তাদের বিপক্ষে খেলা। শিগগিরই আমরা তাদের বাংলাদেশে ফেরত নিয়ে আসতে চাই। ’
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ০১ অক্টোবর ২০১৫
এসকে/এমআর
** অজিদের না আসা সত্যিই দুঃখজনক: পাপন
** সফর স্থগিত করলো অস্ট্রেলিয়া