ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিরপেক্ষ ভেন্যুতে টাইগার-অজিদের সিরিজ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
নিরপেক্ষ ভেন্যুতে টাইগার-অজিদের সিরিজ! ছবি: সংগৃহীত

ঢাকা: নিরাপত্তার ঝুঁকিতে এশিয়ার দেশ পাকিস্তান বেশ কয়েক বছর নিজেদের মাটিতে খেলতে ব্যর্থ হয়েছিল। হোম ভেন্যু ছেড়ে তাদের খেলতে হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে, যা তাদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবেই পরিচিতি পায়।

এবার কি বাংলাদেশকেও সেভাবে দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে বাইরের মাটিতে খেলতে হবে?

এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের এক বিবৃতিতে।

নিরাপত্তার ঝুঁকিকে অজুহাত বানিয়ে বাংলাদেশে খেলতে আসেনি অজিরা। প্রথম দিকে সফর সাময়িক বিলম্ব করার পর ছয় দিনের নাটক সাজিয়ে সফরটিই স্থগিত করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ থেকে চার স্তরের নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও আসেনি তারা। নিজেদের অবস্থানকেও পরিস্কার করেনি অজিরা।

সফর স্থগিতের পর দিন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী সাদারল্যান্ড বাংলাদেশের মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন। সঙ্গে বলেন, বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। তাদের জন্য এটা হতাশার। আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, তাদের হতাশা আমরা বুঝতে পারছি।

এ সময় তিনি বিবৃতিতে আরও জানান, শুধু বাংলাদেশের ক্রিকেটকে নয়, তাদের দেশের সরকার আর ক্রিকেট ভক্তদের কাছেও আমরা দুঃখিত। তারা অনেক বছর থেকেই আমাদের বিপক্ষে খেলার জন্য অপেক্ষা করে আসছিল। তবে, এখন সামনে তাকানোর সময় এসেছে। বাংলাদেশের ক্রিকেট উন্নতির পথেই রয়েছে। আমাদের ক্রিকেটাররা এ সফরকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। নতুনদের আরও সুযোগ এসেছিল নিজেদের প্রমাণ করার।

সাদারল্যান্ড যোগ করেন, বাংলাদেশ ক্রিকেট দীর্ঘ নয় বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেনি। তাই আমি বুঝতে পারছি তাদের হতাশার চিত্রটি। বিশেষ করে এ মুহূর্তে দলটি তাদের সেরা সময় পার করছে। আমরা সকলে জানি বাংলাদেশ ক্রিকেট পাগল দেশ। তাই সিরিজটি নতুন করে নতুন কোনো ভেন্যুতে আয়োজন সম্ভব কী না তা খতিয়ে দেখছি। তবে, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর নির্ভর করছে। তাদের সঙ্গে আমরা শিগগিরই আলোচনায় বসব সিরিজটি নিয়ে নতুন করে চিন্তা-ভাবনার জন্য।

এদিকে, সফর স্থগিত করায় হতাশ হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। হতাশার সঙ্গে সঙ্গে সিরিজটি আবারো হবে এমন আশাও প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, ‘এখানে লক্ষ্যনীয় ব্যাপার তারা কিন্ত ট্যুরটা বাতিল করেনি, স্থগিত করেছে। তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। সামনে আইসিসি’র মিটিং আছে। ৯ অক্টোবর আমি মিটিংয়ে যাচ্ছি। ওখানে গিয়ে তাদের সঙ্গে বিশদভাবে আলোচনা হবে। আমরা অচিরেই কিভাবে এখানে তাদের খেলানো যায়, সে ব্যাপারে আলোচনা করবো। আমার বিশ্বাস ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যে সম্পর্ক আমাদের, তাতে সিরিজের জন্য  একটা সময় বের করতে পারবো। ’

তবে, পাপন অস্ট্রেলিয়াকে বাংলাদেশে নিয়ে এসে খেলাতে চাইলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও সাদারল্যান্ড জানান, দুই দেশই সিরিজটি খেলতে চায়। এটা বাংলাদেশের পাওনা সিরিজ হিসেবেই আলোচিত হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি যদি উন্নতির দিকে না যায়, তাহলে আমাদের হাতে ভিন্ন একটি পথ খোলা আছে। আমরা বাইরের কোনো ভেন্যুতে সিরিজটি খেলতে চাচ্ছি। তবে, এটা সম্পূর্ণই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর নির্ভর করবে। কারণ তারাই সিরিজটির আয়োজক।

অজি সিইও জানান, সিরিজটি কোথায়, কখন আর কিভাবে হবে আমরা এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে। এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া গুরুত্ব রাখবে এবং আশা করি তারা পরিস্থিতির গুরুত্ব বুঝবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ০২ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।