ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিসিআই’র মসনদে মনোহর!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
বিসিসিআই’র মসনদে মনোহর! ছবি: সংগৃহীত

ঢাকা: বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নতুন সভাপতি কে হচ্ছেন এ নিয়ে তেমন জল্পনা-কল্পনা নেই দেশটির ক্রিকেটাঙ্গনে। কারণ, অনেকটাই নিশ্চিত শশাঙ্ক মনোহর হতে যাচ্ছেন জগমোহন ডালমিয়ার উত্তরসূরী।

বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে তিনিই বেশ এগিয়ে অন্যদের চেয়ে।

শেষ মুহূর্তে নাটকীয় কিছু না ঘটলে মনোহর বসতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটের মসনদে। আগামীকাল (রোববার, ০৪ অক্টোবর) মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ সভাতেই বোর্ডের নতুন সভাপতি নির্বাচন করা হবে বলে জানা যায়।

প্রাক্তন বোর্ড সভাপতি শারদ পাওয়ার-শ্রীনিবাসন জোটের সম্ভাবনা থাকলেও তা অনেকটাই ভেঙে দিয়েছেন সচিব অনুরাগ ঠাকুর। এই জোট ঠেকাতে শারদ পাওয়ার অনুগামীদের সঙ্গে আলাদা বৈঠকও করেন অনুরাগ। আর শশাঙ্ক মনোহর জানিয়ে দিয়েছেন বোর্ডের সভাপতির দায়িত্ব নিতে প্রস্তুত তিনি।  

তবে শ্রীনিবাসন শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছেন শশাঙ্কের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করানোর। তবে, সভা শেষেই জানা যাবে সবকিছু।

গত ২০ সেপ্টেম্বর ৭৫ বছর বয়সে কলকাতার বিএম বিরলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন সাবেক আইসিসি সভাপতি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী ১৫ দিনের মধ্যে সভাপতি নির্বাচনের নিয়ম থাকায় আগামীকাল হচ্ছে এ নির্বাচন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ০৩ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।