খুলনা: জাতীয় লিগকে বৃষ্টি যেন পেয়ে বসেছে। ঈদের আগে ১৮-২১ সেপ্টেম্বর প্রথম পর্বের সবগুলো ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।
শনিবার (৩ অক্টোবর) থেকে আবারও শুরু হওয়া ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায়ও দেখা গেল বৃষ্টির হিমেল পরশ। তবে, রোববার (৪ অক্টোবর) বৃষ্টি বিরতি নিয়েছে।
এ সুযোগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রান সংগ্রহের প্রতিযোগিতা দেখিয়েছে বরিশাল ও সিলেট বিভাগ। দু’দলে মিলে তুলেছে ৩৪৪ রান।
প্রথম ইনিংসে বরিশালের ৫২৭ রানের বড় সংগ্রহের জবাবে এখন দারুণ ব্যাট চালাচ্ছেন সিলেটের খেলোয়াড়েরা। চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে তারা বিনা উইকেটে সংগ্রহ করেছেন ১১২ রান। প্রথম ইনিংসে আগে ব্যাট করা বরিশালের থেকে সিলেট বিভাগ এখনও পিছিয়ে আছে ৪১৫ রানে। তবে, তাদের হাতে রয়েছে সব ক‘টি উইকেট। দলের দু’ ওপেনার ইমতিয়াজ হোসেন ৫১ রানে ও শাহানাজ আহমেদ ৫৮ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে, বরিশাল বিভাগ দিনের শুরুতে আগের দিনের করা ২৯৫ রানের সঙ্গে আরও ২৩২ রান যোগ করে ইনিংস ঘোষণা করে। দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন ২০০ রান করে অপরাজিত ছিলেন। ফজল মাহমুদ করেন ১০৩ রান।
শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশাল-সিলেট বিভাগের ম্যাচটি শুরু হয়েছে শনিবার (৩ অক্টোবর)। বৃষ্টির কারণে ২১ ওভার বাকি থাকতেই প্রথম দিনের খেলা শেষ হয়ে যায়। রোববার (৪ অক্টোবর) সকাল ৯টায় আগের দিনের পাঁচ উইকেটে করা ২৯৫ রান নিয়ে বরিশাল বিভাগ আবারও ব্যাটিংয়ে নামে। ৩১ রানে ক্রিজে থাকা মোসাদ্দেক হোসেন এ দিন শান্ত মেজাজে ব্যাট করে ২৪৫ বলে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন। ইনিংসের শেষের দিকে সালমান হোসেন ২২, কামরুল ইসলাম ১৬, মনির হোসেন ১৯ রান করেন।
মোসাদ্দেক হোসেনের ডাবল সেঞ্চুরি পূর্ণ হলেই ইনিংস ঘোষণা করে বরিশাল বিভাগ। সিলেটের আবুল হাসান ও এনামুল হক (জুনিয়র) তিনটি করে উইকেট পান।
জবাবে খেলতে নেমে সিলেটের দু’ওপেনারও ব্যাটিং এ দৃঢ়তা দেখান। দিন শেষে তারা বিনা উইকেটে ১১২ রান তোলেন। ইমতিয়াজ হোসেন ১১৪ বলে ৫১ রানে ও শাহানাজ আহমেদ ১২৬ বলে ৫৮ রান করে অপরাজিত রয়েছেন।
স্কোর:
বরিশাল বিভাগ: (১ম ইনিংস) ৫২৭/৯ (ডিক্লে); মোসাদ্দেক হোসেন ২০০* ফজল মাহমুদ ১০৩; আবুল হোসেন ৩/৪৫, এনামুল হক (জুনিয়র) ৩/১১০।
সিলেট বিভাগ: (১ম ইনিংস) ১১২/০; ইমতিয়াজ ৫১* শাহানাজ আহমেদ ৫৮*।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এমআরএম/এইচএ