ঢাকা: ক্রিকেটের বাইরের কর্মকান্ডে সংশ্লিষ্টতা নিয়ে বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর সঙ্গে বিসিসিআই’র স্বার্থগত কোনো দ্বন্দ্ব নেই বলে নিশ্চিত করেছেন অনুরাগ ঠাকুর। সম্প্রতি আন্তর্জাতিক প্রিমিয়ার টেনিস লিগের (আইপিটিএল) ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল ইউএই রয়্যালসের মালিকানার একটা অংশ কেনেন কোহলি।
রোববার (০৪ অক্টোবর) দ্বিতীয় মেয়াদে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট নির্বাচিত হন শশাঙ্ক মনোহর। এক ঘোষণায় তিনি বলেছিলেন, ‘বোর্ড প্রশাসক, খেলোয়াড় ও ষ্টাফদের সঙ্গে বিসিসিআই’র স্বার্থ সংশ্লিষ্ট দ্বন্দ্বের বিষয়গুলো তত্ত্বাবধানে ইথিক্স অফিসার নিয়োগ দেওয়া হবে। ’
মূলত, শশাঙ্ক মনোহরের এমন মনোভাবের জের ধরেই কোহলি-শাস্ত্রীর টেনিস টিমে সংশ্লিষ্টতার বিষয়টি নতুনভাবে আলোচিত হয়।
এদিকে, বিসিসিআই’র বিশেষ সাধারণ সভায় সেক্রেটারি অনুরাগ ঠাকুর বলেন, ‘টেনিসের সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ একটি আলাদা খেলা। কোহলি, শাস্ত্রী ক্রিকেটের বাইরের কোনো কর্মকান্ডে জড়ালে তাতে বিসিসিআই’র কোনো আপত্তি থাকার কথা নয়। ’
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএম