ঢাকা: মার্শাল আইয়ুবের অসাধারণ সেঞ্চুরির পরও খুলনা বিভাগ থেকে এখনও ১৮৪ রানে পিছিয়ে রয়েছে ঢাকা মেট্টো। তৃতীয় দিন শেষে ২৭১ রানে সবক’টি উইকেট হারায় মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে থাকা মেট্টো।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্বের খেলায় শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৭৮ রানে চার উইকেট হারানো মেট্টো আবারো ব্যাটিংয়ে নামে। খুলনার প্রথম ইনিংসে ৪৫৫ রানের বিশাল সংগ্রহের বিপরীতে অনেকটা ধুঁকতে থাকে মেট্টো। তবে মার্শাল আইয়ুবের ব্যাটিং দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় দলটি।
আসিফ আহমেদ ও শরিফুল্লাকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেন ডানহাতি ব্যাটসম্যান মার্শাল। ১৮৯ বলে তিনি ১৪টি চার ও একটি ছয়ের সাহায্যে ১০৭ রান করে অফস্পিনার মেহেদি হাসান মিরাজের শিকার হন।
আসিফ অর্ধশতক থেকে তিন রান দূরে থাকতে সেই মিরাজের বলে এলবিডব্লিউ’র শিকার হন। অন্যদিকে দারুণ ব্যাটিং করে ৬৬ রান করেন শরিফুল্লা।
খুলনার বোলারদের মধ্যে একাই ছয়টি উইকেট তুলে নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মিরাজ। এছাড়া জাতীয় দলের ফর্মে থাকা মুস্তাফিজুর রহমান নেন আরো তিনটি উইকেট।
এর আগে খুলনা নিজেদের প্রথম ইনিংসে মোহাম্মদ মিঠুনের ১৮৬ রানের কল্যাণে ৪৫৫ রান সংগ্রহ করেছিল।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৫
এমএমএস