ঢাকা: ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ থেকে বদলে যাওয়ার শুরু বাংলাদেশের। সাফল্যের সেই ধারা এখনো ধরে রেখেছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের হেড কোচের মতামত ও প্রস্তাবে সাড়া দিয়ে বিসিবি বিশ্বমানের ইনডোর তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। বুধবার (০৭ অক্টোবর) বিসিবির বোর্ড সভায় সেটির অনুমোদনও দেওয়া হয়েছে। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘মিরপুরের ইনডোরকে বিশ্বমানের করার উদ্যোগ নেয়া হয়েছে। ব্রিজবেন সেন্টার অব এক্সেলেন্টের মতো করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্ভব হলে এর চেয়েও ভালো করার চেষ্টা করা হবে। ’
হাথুরুসিংহের প্রস্তাবের প্রসঙ্গ টেনে বিসিবি সভাপতি বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের দলের সাফল্যের পিছনে ছিল ব্রিজবেনে অনুশীলন। কোচ এ বিষয়ে আমাকে প্রস্তাব দিয়েছে। আমরা সে অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান ইনডোর ভেঙে নতুন করে তৈরি করা হবে। সুইমিংপুল-জিমনেসিয়ামসহ যাবতীয় সকল ধরণের সুযোগ-সুবিধা থাকবে এখানে। ’
এছাড়াও ডিজিটাল আর্কাইভ তৈরির ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘পুরনো খেলার ভিডিও সংরক্ষণের জন্য ডিজিটাল আর্কাইভ তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে বোর্ড সভায়। ’
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৫
এসকে/এমএমএস