ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফর্মহীনতায় বাদ পড়লেন মাসাকাদজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
ফর্মহীনতায় বাদ পড়লেন মাসাকাদজা ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অনেকটা নিজের ছায়া হয়ে থাকেন হ্যামিল্টন মাসাকাদজা। বাজে পারফরম্যান্সের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দল থেকেই বাদ পড়েছেন জিম্বাবুয়ের অন্যতম এ অভিজ্ঞ ব্যাটসম্যান।



অন্যদিকে, প্রথমবারের মতো জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন মাসাকাদজার ছোট ভাই ওয়েলিংটন মাসাকাদজা। বাঁহাতি স্পিনার হিসেবে ২২ বছর বয়সী এ উদীয়মান ক্রিকেটারকে দলভুক্ত করে ক্রিকেট জিম্বাবুয়ের (জেডসি) নির্বাচকরা।

মাসাকাদজা ভাইয়ের মধ্যে ওয়েলিংটন তৃতীয় সদস্য হিসেবে  জিম্বাবুয়ে দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। এর আগে ২৯ বছর বয়সী শিঙ্গি মাসাকাদজার জাতীয় দলে অভিষেক ঘটে।

ইতোমধ্যেই জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে মাঠে গড়িয়েছে। এর মধ্য দিয়ে ওয়েলিংটনের আন্তর্জাতিক ম্যাচেও অভিষেক হয়ে গেছে। হারারেতে সিরিজের বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ১১ ও ১৩ অক্টোবর। ওয়ানডে সিরিজ শেষে ১৭ অক্টোবর একটি চারদিনের ম্যাচে আইরিশদের মুখোমুখি হবে জিম্বাবুয়ে ‘এ’ দল।

জিম্বাবুয়ে স্কোয়াড: এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), ব্রায়ান চ্যারি, চামু চিভাভা, ক্রেইগ এরভাইন, লুক জঙ্গউয়ি, নেভিল মাদজিভা, ওয়েলিংটন মাসাকাদজা, টিনোটেন্ডা মুতোম্বদজি, রিচমন্ড মুতুম্বামি, তাওরাই মুজারাবানি, জন নিয়াম্বু, তিনাশে পানইয়াঙ্গারা, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার ও শেন উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।