ঢাকা: পিঠের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলা হচ্ছে না কোরি অ্যান্ডারসনের। তার পরিবর্তে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের টেস্ট দলে সুযোগ পেয়েছেন মিচেল স্যান্টনার।
ব্রিসবেনে আগামী ০৫ নভেম্বর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। ১৩-১৭ নভেম্বর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে। আর অ্যাডিলেডে ২৭ নভেম্বর বহুল প্রতীক্ষিত ডে-নাইট টেস্টের পর্দা উঠবে।
গত জুনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়েই ইনজুরি আক্রান্ত হয়ে দেশে ফেরেন অ্যান্ডারসন। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিলেন দলের বাইরে। সম্প্র্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াডে ফিরলেও ফিটনেস সমস্যার কারণে শেষ পর্যন্ত তার নাম প্রত্যাহার করে নিয়েছে নির্বাচকরা। তাই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই থাকছেন ২৪ বছর বয়সী এ অলরাউন্ডার।
নিউজিল্যান্ড ক্রিকেট দলের নির্বাচক গ্যাভিন লারসেন বলেন, ‘অ্যান্ডারসন প্রত্যাশী অনুযায়ী দ্রুত সেরে উঠতে পারেনি। তাই ঝুঁকি নিতে চাচ্ছি না। আমরা আগেই বলেছিলাম, অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগ পর্যন্ত তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখা হবে। এখন আমরা নিশ্চিত যে, পুরোপুরি সুস্থ হতে তার আরো সময় দরকার। এ কারণেই অ্যান্ডারসনকে দলের বাইরে রাখতে হচ্ছে। এটা তার জন্যই মঙ্গলজনক। ’
নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, মার্ক ক্রেইগ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, জেমস নিশাম, লুক রঞ্চি, হামিশ রাদারফোর্ড, মিচেল সান্টনার, টিম সাউদি, রস টেইলর ও বিজে ওয়াটলিং।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আরএম