ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শারজাহ টেস্টে বিশ্রামে মার্ক উড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
শারজাহ টেস্টে বিশ্রামে মার্ক উড মার্ক উড / ছবি : সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টে বিশ্রামে থাকছেন ইংলিশ পেসার মার্ক উড। ২৫ বছর বয়সী এ বোলার পায়ের গোড়ালির ইনজুরিতে ভুগছেন।

তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে পাকিস্তান। দু’দলের মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়।

শারজায় আগামী ০১ নভেম্বর তৃতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে। বাংলাদেশ সময় বেলা ১২টায় ম্যাচটি শুরু হবে। টেস্ট সিরিজ শেষেই চারটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

আবুধাবিতে অনুষ্ঠিত প্রথম টেস্টে মাত্র এক উইকেট পেলেও দুবাই টেস্টে পাঁচ উইকেট তুলে নেন মার্ক উড। তবে দলের পরাজয়ে তার অর্জনটাও ম্লান হয়ে যায়। মিসবাহ-ইউনিস খানের ব্যাটিং নৈপুণ্যের সুবাদে ১৭৮ রানের বিশাল ব্যবধানে হার মানে ইংলিশরা।

অ্যাঙ্কেল সমস্যা উডকে বেশ ভোগাচ্ছে। চলতি বছরের শুরুতে গোড়ালির ইনজুরিতে ভোগেন আটটি টেস্ট, সাতটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা এ পেসার। তার পায়ে অস্ত্রোপচার করা হতে পারে। সম্প্রতি উড নিজেই এমন ইঙ্গিত দেন। এমনটি হলে লম্বা সময়ের জন্য তাকে মাঠে বাইরে থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।