ঢাকা: নিরাপত্তাজনিত শঙ্কার অজুহাতে বাংলাদেশে খেলতে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। হোম সিরিজে লম্বা বিরতি যাতে না পড়ে সে জন্য জিম্বাবুয়ে দলকে সফরের আমন্ত্রন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জিম্বাবুয়ে দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সিরিজটি নির্বিঘ্ন করতে সতর্ক নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। জিম্বাবুয়ে দলের অনুশীলনকে ঘিরে স্টেডিয়ামজুড়ে কঠোর নিরাপত্তাই দেওয়া হচ্ছে। পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মীরা নিয়োজিত আছেন এখানে।
নিরাপত্তার দায়িত্বে থাকা মিরপুর মডেল থানার পেট্রোল ইন্সপেকটর মোস্তফা কামাল জানান, ‘একটা টিমকে শতভাগ নিরাপদ করার জন্য যা যা করা দরকার এমন সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছি। মোবাইল পেট্রল, পিকেট ব্যবস্থা, সাদা পোশাকের পুলিশ নিয়োজিত আছেন এখানে। সবধরণের ব্যবস্থাই নেওয়া হয়েছে যাতে কোনো নিরাপত্তার ঘাটতি না থাকে। ’
নিরাপত্তার দায়িত্বে শ’খানেক পুলিশ সদস্য কাজ করছেন বলে জানান তিনি। পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মীরা থাকায় নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি দেখছেন না মোস্তফা কামাল, ‘আমাদের অনুশীলন এলাকায় একশ’রও বেশি পুলিশ সদস্য কাজ করছে। পুলিশের পাশাপাশি র্যাব আছে ডিউটিতে। এছাড়া গোয়ান্দা সংস্থার কর্মীরা তো আছেনই। সিরিজটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। ’
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ০৫ নভেম্বর প্রস্তুতি ম্যাচের পর ৭, ৯ ও ১১ নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ১৩ ও ১৫ নভেম্বর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ১৬ নভেম্বর দেশে ফিরবে সফরকারী দলটি।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১৫
এসকে/এমএমএস