ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাতীয় লিগ চ্যাম্পিয়ন খুলনা বিভাগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
জাতীয় লিগ চ্যাম্পিয়ন খুলনা বিভাগ ছবি : সংগৃহীত

ঢাকা: ১৭তম জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)  চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রংপুরের বিপক্ষে ম্যাচ ড্র করে শিরোপা জেতে আব্দুর রাজ্জাকের দল।



প্রথম স্তরে ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগের ম্যাচের প্রথম তিন দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার পরই খুলনা বিভাগের শিরোপা প্রায় নিশ্চিতই ছিল। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা মেট্রোর চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে  ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন হয়েছে খুলনা। এটি খুলনার চতুর্থতম এনসিএল শিরোপা। এর আগে ২০০২-০৩, ২০০৭-০৮ ও ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

গতবারের চ্যাম্পিয়ন রংপুর প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে গেছে। অন্যদিকে, দ্বিতীয় স্তর থেকে আগেই প্রথম স্তর নিশ্চিত করে  বরিশাল বিভাগ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর-খুলনা ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় দিনে মাত্র ৭ ওভারের খেলা মাঠে গড়ায়। এরপর সোমবার ম্যাচের তৃতীয় দিন তানভির হায়দারের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩২৪ রান সংগ্রহ করে রংপুর।

মঙ্গলবার (০৩ নভেম্বর) ম্যাচের শেষ দিনে ২০ রান যোগ করে ৩৪৪ রানে অলআউট হয় রংপুর। জবাবে ইমরুল কায়েসের সেঞ্চুরিতে খুলনা ৭ উইকেটে ২৮৬ রান তুলে ইনিংস ঘোষণা করার পর ম্যাচটি ড্র হয়।
 
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।