ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজকন্যার বাবা হলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
রাজকন্যার বাবা হলেন সাকিব সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির

ঢাকা: অবশেষে সুখবর পেলেন সাকিব আল হাসান। কন্যাসন্তানের বাবা হলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সাকিবের পরিবারের এক বিশস্ত সূত্র থেকে জানা যায়, সোমবার (০৯ নভেম্বর) নিউইয়র্কের সময় ভোর চারটায় উম্মে আহমেদ শিশিরের কোলে আসে সাকিবের প্রথম সন্তান।

সাকিবের স্ত্রী শিশির ও কন্যাসন্তান দু’জনেই সুস্থ আছেন বলে জানা যায়।

আগেই সন্তানের বাবা হওয়ার ব্যাপারটি সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন সাকিব। তবে ২১ নভেম্বর সম্ভাব্য তারিখ ঠিক থাকলেও গতকাল শিশিরের শারীরিক অবস্থার অবনতি হলে সাকিব যুক্তরাষ্ট্রের উদ্দ্যেশ্যে রওনা দেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন সাকিব ও শিশির। আর চলতি বছরের ২৭ জুলাই গণমাধ্যম জানতে পারে সাকিব বাবা হবেন। সর্বশেষ গত মাসের ২৬ তারিখ সাকিব তার ফেসবুক পেজে জানান তার ঘরে  ‘রাজকন্যা’ আসছে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে চলমান সিরিজে তাই সাকিব আর খেলেছেন না। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেই বল হাতে ক্যারিয়ারের ৫ উইকেট তুলে নেন, এই বিশ্বসেরা অলরাউন্ডার। সেটিও হয়তো খেলা হতো না সাকিবের। সিরিজের আগে তিনি যুক্তরাষ্ট্রেই ছিলেন। কিন্তু তার সন্তানসম্ভবা স্ত্রী শিশিরের প্রেরণাতেই দেশের পক্ষে খেলতে আসেন সাকিব।

** স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রের পথে সাকিব
** স্ত্রীর পাশে থাকতে রাতেই ঢাকা ছাড়ছেন সাকিব

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ০৯ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।