ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্ষমা চেয়ে ফিরলেন ক্যারিবীয়ান কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
ক্ষমা চেয়ে ফিরলেন ক্যারিবীয়ান কোচ ছবি : সংগৃহীত

ঢাকা: ক্ষমা চেয়ে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের মূল কোচ হিসেবে আবারো ফিরলেন ফিল সিমন্স। এরআগে দলের ক্রিকেটার নির্বাচন নিয়ে বোর্ডের সমালোচনা করায় বহিস্কার হয়েছিলেন এ ক্যারিবীয়ান।



গত সেপ্টেম্বরে সিমন্সকে বহিস্কার করা হয়েছিল। সে সময় তিনি ওয়ানডে দল থেকে তারকা ক্রিকেটার ডোয়েন ব্রাভো ও কাইরন পোলার্ডকে বাদ দেওয়ার বিষয়টিকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, ’৫০ ওভারের ম্যাচে সেরা দল পাচ্ছি না। ’

সিমন্সকে অপসারণের পর দলের দায়িত্ব নিয়েছিলেন এলডিন ব্যাপটিস্ট। তার অধীনে ক্যারিবীয়ানরা বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে এক বিবৃতিতে জানানো হয়, সিমন্স ‘পাবলিকলি’ ক্ষমা চেয়েছেন। তাই তাকে আবারো দলের কোচ হিসেবে পুনর্বহাল করা হল।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।