মিরপুর থেকে: পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানোর পর জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে সিরিজ। জিম্বাবুয়ের সঙ্গে খেলে আর কি হবে? সিরিজের শুরু থেকেই এমন নানা প্রশ্ন এসেছে টাইগার ভক্তদের মনে।
হোম সিরিজগুলোতে টানা জয়ের মধ্যে থাকায় জিম্বাবুয়েকে সহজ প্রতিপক্ষ ভাবা যে অযৌক্তিক নয় সেটি সিরিজের ফলাফলই বলে দেয়। ১৪৫ ও ৫৮ রানের পর তৃতীয় ওয়ানডেতে ৬১ রানে পরাজয় সফরকারীদের।
তাই বলে এই জিম্বাবুয়ের বিপক্ষে যে অর্জনের কিছু নেই সেটা মানতে নারাজ বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। অর্জনের অনেক কিছুই দেখছেন এ ওপেনার, ‘জিম্বাবুয়ের বিপক্ষে খেলে জিতেছি এটারও একটা ভালো দিক আছে। ওদের সঙ্গে খেলা উচিত নয়; এটা আমি বিশ্বাস করি না। ওদের সঙ্গে নিয়মিত জিতলেও ম্যাচে এমন একটা পরিস্থিতি আসে যখন আমাদেরকে লড়াই করে জিততে হয়। আমরা এখন যেমন আন্তর্জাতিক ক্রিকেটে খুব ভালো সময় কাটাচ্ছি একটা সময়ে খুব খারাপ সময় কাটাতে হতে পারে। তখন কিন্তু এই অভিজ্ঞতা কাজে আসবে। ’
অন্যান্য বড় প্রতিপক্ষের তুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে খেলতেই বেশি চাপ থাকে বলেও জানান তামিম। এই চাপের কারণ দেখিয়ে তিনি বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে সবাই আশা করে আমরা জিতবো, হারা যাবে না। এটা বাড়তি একটা চাপ তৈরি করে। আমরা যখন অস্ট্রেলিয়া কিংবা ভারতের সঙ্গে খেলি, তখন ওদের মধ্যে কাজ করে যে আমাদের সঙ্গে ওদের কখনোই হারা যাবে না। জিম্বাবুয়ের সঙ্গে খেললে আমাদের মধ্যে একই জিনিশ কাজ করে। ’
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৫
এসকে/এমআর