ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কায় ক্যারিবীয়দের জয়ে সিরিজে সমতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
লঙ্কায় ক্যারিবীয়দের জয়ে সিরিজে সমতা ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের বিপক্ষে এ ম্যাচ জয়ের মধ্যদিয়ে ১-১ এ সিরিজ ভাগাভাগি করেছে ক্যারিবীয়রা।

লঙ্কানদের দ্বিতীয় ম্যাচে ২৩ রানে হারায় সফরকারী দলটি।

আগে ব্যাটিং করা ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৬২ রান। জবাবে ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৩৯ রান তোলে।

ক্যারিবীয়দের হয়ে দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার আর জনসন চার্লস উদ্বোধনী জুটিতে তোলে ৬২ রান। ফ্লেচার ২৩ আর চার্লস ৩৪ রান করে বিদায় নেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা মারলন স্যামুয়েলস করেন এক রান। ডোয়াইন ব্রাভোর ব্যাট থেকে আসে ৩১ রান। আন্দ্রে রাসেল করেন ৯ রান।

ছয় নম্বরে নামা দিনেশ রামদিন ২২ বলে একটি চার আর দুইটি ছক্কায় করেন অপরাজিত ৩৪ রান। কাইরন পোলার্ডের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। দলপতি ড্যারেন স্যামি করেন অপরাজিত ১২ রান।

শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন মালিঙ্গা এবং শ্রীবর্ধানে।

১৬৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার কুশল পেরেরা ১২ রান করেন। আরেক ওপেনার দিলশান ৩৮ বলে ৫টি চার হাঁকিয়ে ৫২ রান করেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা শিহান জয়সুরিয়া ৩২ বলে তিনটি চার আর একটি ছক্কা হাঁকিয়ে ৩০ রান করেন।

এছাড়া, চান্দিমাল ১, ম্যাথুজ ৫, শ্রীবর্ধানে ১৫, কাপুগেদারা ২, সেনানায়েকে ৩, কুলাসেকারা ৪, মালিঙ্গা ২ আর চামিরা ৩ রান করেন।

ক্যারিবীয়দের হয়ে ডোয়াইন ব্রাভো ৪ ওভার বল করে ২৮ রান খরচায় চারটি উইকেট তুলে নেন। এছাড়া তিনটি উইকেট পান ৪ ওভারে ২০ রান দেওয়া রবি রামপল। একটি করে উইকেট দখল করেন সুনীল নারাইন, জেরম টেইলর আর কাইরন পোলার্ড। উইকেটশূন্য থাকেন ২ ওভার বল করা ড্যারেন স্যামি।

১-১ এ ড্র হওয়া সিরিজের ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন দিলশান। আর ম্যাচ সেরার পুরস্কার উঠে ডোয়াইন ব্রাভোর হাতে।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ১২ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।