ঢাকা: জিম্বাবুয়ে ‘এ’ দলের দ্বিতীয় ইনিংসে ২১ রানেই তিন উইকেটের পতন। যার পুরো কৃতিত্বই মোহাম্মদ শহিদের।
বাংলাদেশ ‘এ’-২৬৮ ও ২১১
জিম্বাবুয়ে ‘এ’-৩৩৬ ও ২১/৩ (১২ ওভার)
হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে অবশ্য টার্গেটটা ভালো দাঁড়ায়নি। নুরুল হাসানের অপরাজিত ৭৯ রানের পরও ২১১ রানে থামে সফরকারীদের ইনিংস। আর জয়ের জন্য জিম্বাবুয়ের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ১৪৩ রান। কিন্তু স্বল্প এ পুঁজিতেই লড়ে যাচ্ছে শুভাগত হোমের নেতৃত্বে দলটি।
বুধবার (১১ নভেম্বর) ম্যাচের তৃতীয় দিনে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে দলীয় চার রানেই হ্যামিল্টন মাসাকাদজাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শহীদ। পরে বিরান চারি ও পিটার মুরকে সরাসরি বোল্ড করেন বাংলাদেশ টেস্ট দলের এ তারকা।
ছয় ওভার বল করে মাত্র সাত রানের বিনিময়ে তিনটি উইকেট নেন শহীদ। যেখানে চারটি মেডেন ওভার ছিল এ পেসারের।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৫
এমএমএস