ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দলের প্রয়োজনে এভাবেই ব্যাট করবেন মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
দলের প্রয়োজনে এভাবেই ব্যাট করবেন মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বল হাতে পেস অ্যাটাকে বাংলাদেশকে নেতৃত্ব দেন মাশরাফি বিন মর্তুজা। প্রতিপক্ষের চোখের বিষও হয়ে ওঠেন মাঝে মাঝে।

অল্প গতিতে বল করেও অসাধারণ লাইন-লেন্থ নিয়ে উইকেট তুলছেন নিয়মিত। বোলিংয়ের পাশাপাশি চলতি জিম্বাবুয়ে সিরিজে ব্যাটটাও চালাচ্ছেন অসাধারণ। স্ট্রেইট ড্রাইভ আর লং হ্যান্ডেলে মিডউইকেট দিয়ে উড়িয়ে মারা বল সহজেই হচ্ছে সীমানাছাড়া। ব্যাটিং ছন্দে ধরা পড়ছে সেই টগবগে তরুণ মাশরাফিকে।

শুক্রবার মিরপুরে চার-ছ্ক্কায় ম্যাচ উইনিং স্কোর এলো মাশরাফির ব্যাটেই। চলতি সিরিজের প্রতিটি ম্যাচেই উইকেটে থেকে সঙ্গ দিয়েছেন দলের ব্যাটসম্যানকে। দলে সাত ব্যাটসম্যান থাকলে মাশরাফি নামছেন আট নম্বরে। এই পজিশনে নামলে অপর ব্যাটসম্যানকে সঙ্গ দেওয়ায় মাইন্ডসেট করেছেন মাশরাফি। হুটহাট শট না খেলে সময় নিয়েই সঙ্গ দেবেন দলের স্বীকৃত ব্যাটসম্যানকে।

মানসিকতায় এমনই পরিবর্তন এনেছেন বলে জানালেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ‘সাতজন ব্যাটসম্যান নিয়ে খেলছি। আমি আটে ব্যাট করার চেষ্টা করি। কিভাবে দলের জন্য অবদান রাখা যায়, আর আট নম্বরে নেমে দ্রুত ১৫-২০ করতে হবে সে জিনিসটা মাথায় আছে আমার। চেষ্টা করছি সেভাবেই খেলতে। ব্যাটিং নিয়ে কাজ করার সুযোগ পাইনি, তবে মানসিকতায় পরিবর্তন আনার চেষ্টা করেছি। ওই সময় গিয়ে যদি ওভার থাকে চেষ্টা থাকবে নন-স্ট্রাইক ব্যাটসম্যানকে সাপোর্ট দেওয়া। আমি আটে নামলে ওই সময় অবশ্যই একজন ভালো ব্যাটসম্যান থাকবে। ’

এ জন্য বাড়তি ব্যাটিং অনুশীলন করছেন কিনা-এমন এমন প্রশ্নের জবাবে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘কখনোই ব্যাটিং নিয়ে কাজ করিনি, সুযোগও হয়নি। আসলে সবসময় ইনজুরড থেকেছি। ইনজুরড হয়েও বোলিং নিয়ে ভেবেছি। কারণ কামব্যক করতে গেলে আমাকে বোলিং দিয়েই কামব্যক করতে হবে। বোলিং এমন একটা জিনিস কামব্যক করে ভালো ম্যাচ খেলার একটা জায়গায় আসতে হয়। ’

দলে লোয়ারঅর্ডার ব্যাটসম্যানদের নিয়েও রয়েছে মাশরাফির ভাবনা। বাংলাদেশ দলের অধিনায়ক মনে করেন, ১০ কিংবা ১১ নম্বর ব্যাটসম্যানের ভাবনায়ও এমনটা থাকা উচিত, ‘এভাবে চিন্তা করা উচিত, যে ১১ নম্বরে ব্যাট করতে নামবে সে কিছুটা হলেও দলের ব্যাটিংয়ে অবদান রাখবে। আমার মনে হয় এভাবে চিন্তা করাই ঠিক। যখন মুস্তাফিজ আসবে বা আল আমিন আসবে আমরা আশা করিনা সে ৫০ করবে। কিন্ত দলের প্রয়োজনে ৫ রান, ৭ রান যাই করুক সেটাই গুরুত্বপূর্ণ। ওই ৫টা রান করার জন্য হয়তো আমরা ম্যাচটা জিতেও যেতে পারি। ’

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।