ঢাকা: ‘ছোট বেলা থেকেই মাশরাফি ভাইকে (মাশরাফি বিন মর্তুজা) আইডল হিসেবে দেখছি। বোলার হিসেবে ক্যারিয়ার শুরু করার পর স্বপ্ন দেখতাম যে ওনার সঙ্গে বল করছি।
বুধবার (১৮ নভেম্বর) মিরপুর ক্রিকেট একাডেমির মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজ দলের অনুশীলনে এসে এমন মনোভাব ব্যক্ত করলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নতুন জায়গা পাওয়া এই টাইগার পেসার।
এ সময় তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে এশিয়া কাপ ও মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ যার প্রতিটি ম্যাচই টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে। এমন বড় বড় দুটি টুর্নামেন্টের আগে নিজেদের দক্ষতা বাড়াতে বিপিএল বেশ কার্যকর ভুমিকা পালন করবে’।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরে কামরুলের পারফরম্যান্স বেশ আশা জাগানিয়া ছিল। সেই ম্যাচগুলোতে তিনি যা যা শিখেছেন তাই এবার বিপিএলে প্রয়োগ করতে চাইছেন। আর এর ফলে দল সাফল্য পাবে বলেও মনে করছেন তিনি।
এদিকে বিপিএলের কোন ম্যাচেই চাপ নিতে চাইছেন না রাব্বি। নিজের সহজাত খেলাটি খেলেই দলকে সাফল্য এনে দিতে পারবেন বলে বিশ্বাস করেন এই কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেসার।
২২ নভেম্বর ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবার বিপিএল যাত্রা শুরু করবে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
বাংলাদেশ সময় ১৬৩৫ ঘন্টা, ১৮ নভেম্বর ২০১৫
এইচএল/এমএমএস