মিরপুর থেকে: বিপিএলের তৃতীয় আসরে নিজেদের প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে মুশফিকুর রহিমের দল সিলেট সুপারস্টারস। জয়ের খুব কাছে গিয়েও পাওয়া হয়নি কাঙ্খিত জয়।
সোমবার (২৩ নভেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিক জানান, ‘হার তো হারই, সেটি ১ রানে হোক কিংবা ১০০ রানে। আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে নামতে পারলে হয়তো ফলাফল অন্যরকম হতে পারতো। তবে আমরা আমাদের শেষ পর্যন্ত চেষ্টা করেছি। ’
এদিকে চিটাগং ভাইকিংসদের সংগ্রহ সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, ওরা যে সংগ্রহ পেয়েছে, তা টপকানো সম্ভব ছিল। কিন্তু ৭৬ রানে পরপর ২টি উইকেট পড়ে যাওয়ায় তা আর হয়নি। আর ম্যাচের আগে যে ঘটনা ঘটেছে তা আমাদের জয়ের পথে কিছুটা হলেও প্রভাব ফেলেছে।
এদিকে চিটাগং ভাইকিংস ম্যাচটি জিতে যাওয়ায় মুশফিক স্বীকার করেন যে চিটাগং ভাইকিংস দলটি শক্তিশালী। তাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তুলনামূলক অনেক ভাল। আর ম্যাচের আগের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, পুরো বিষয়টিই ভুল বোঝাবুঝি। আর সত্যিকার অর্থে কী হয়েছে, না হয়েছে-তা তিনি কিছুই জানেন না বলেও জানান।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ২৩ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর