ঢাকা: ২০০৭ ক্রিকেট বিশ্বকাপের জন্য প্রস্তাবিত ছিল। কিন্তু, নানা বিতর্কে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার নামকরণে লারা স্টেডিয়ামটি আট বছরেও আলোর মুখ দেখেনি।
দু’দিন আগেই স্মিথ, লারাসহ ক্যারিবীয় ক্রিকেট বোর্ড কর্মকর্তারা স্টেডিয়াম পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন নির্মাণ কাজের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন অব ট্রিনিদাদ এন্ড টোবাগোর চেয়ারম্যান নোয়েল গার্সিয়া।
জানা যায়, আগামী বছরের জানুয়ারিতে তারোবায় অবস্থিত স্টেডিয়ামটির সংস্কারের কাজ শুরু হবে। এতে বাড়তি ব্যয় হবে ৯০ মিলিয়ন ডলার। এর আগে ২০০৬ সালে প্রাথমিকভাবে স্টেডিয়াম নির্মাণের জন্য পাঁচশ মিলিয়ন ডলার বরাদ্ধ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, জুন মাসের মধ্যে কাজ সমাপ্ত হবে।
ত্রিনিদাদ এন্ড টোবাগোর প্রধানমন্ত্রী ডা. কেইথ রাউলির নির্দেশেই স্টেডিয়ামের কাজ সম্পন্নের সিদ্ধান্ত নেওয়া বলে নিশ্চিত করেন ক্রীড়ামন্ত্রী ড্যারিল স্মিথ। সংস্কার কাজের পর ২০১৭ সাল থেকে ক্রিকেট ম্যাচ আয়োজন করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএম