ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের দল ঘোষণা, নেই ইয়ান বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
ইংলিশদের দল ঘোষণা, নেই ইয়ান বেল ছবি : সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ১৬ সদস্যের ঘোষিত দলে ঠাঁই হয়নি ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেলের।

অ্যালিস্টার কুককে অধিনায়কের দায়িত্বে রাখা হয়েছে।

দীর্ঘ ১১ বছর পর ইয়ান বেল ইংলিশদের সাদা পোশাকের দল থেকে বাদ পড়লেন। তার জায়গা না হলেও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্বাচকরা দলে ডেকেছেন নিক কম্পটন এবং গ্যারি ব্যালান্সকে। এছাড়া রয়েছেন বাঁহাতি পেসার মার্ক ফুতিত এবং স্পিনার সামিত প্যাটেল। বাদ পড়েছেন আদিল রশিদ।

২০১৩ সালের মে মাসে সর্বশেষ টেস্টে নেমেছিলেন ৯ টেস্ট খেলা কম্পটন আর সাদা পোশাকে ১৫ ম্যাচ খেলা ব্যালান্স ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষিক্ত হয়েছিলেন। অ্যাশেজ সিরিজে সর্বশেষ খেলেছিলেন তিনি। তবে, পাকিস্তানের বিপক্ষে সুযোগ হয়নি তার।

সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্টে ইনজুরিতে পড়েন বেন স্টোকস। ফিল্ডিং করার সময় কাঁধের হাড়ে গুরুতর আঘাত পান ডানহাতি এ ক্রিকেটার। পরে একই দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ পড়েন তিনি। তবে, ঘোষিত দলে জায়গা মিলেছে তার। এদিকে পাকিস্তানের বিপক্ষে ২-০তে হারা সেই টেস্ট সিরিজের মাঝেই ইনজুরিতে পড়েন দুই পেসার স্টিভেন ফিন ও মার্ক উড। তবে পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারায় প্রোটিয়াদের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে রাখা হয়নি তাদের।

পাকিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দারুণ খেলা পেসার ক্রিস ওকস দলে এসেছেন।

দ.আফ্রিকা সফরে চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড।

ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জোনাথন বেয়ারস্টো, গ্যারি ব্যালেন্স, স্টুয়ার্ট ব্রড, জোস বাটলার, নিক কম্পটন, মার্ক ফুতিত, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, সামিত প্যাটেল, জো রুট, বেন স্টোকস, জেমস টেলর, ক্রিস ওকস।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ১৯ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।