ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে না আসা লজ্জাজনক

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে না আসা লজ্জাজনক ছবি : সংগৃহীত

ঢাকা: নিরাপত্তার অজুহাত দেখিয়ে গেল সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন সে দেশের নাগরিক ও বাংলাদেশের সাবেক কোচ শেন জার্গেনসেন।

বিপিএলে রংপুর রাইডার্সের কোচ জার্গেনসেন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে মিরপুর ক্রিকেট একাডেমিতে দলের অনুশীলনের সময় এমন মন্তব্য করেন।



গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার দুটি টেস্ট ম্যাচ খেলতে আসার কথা ছিলো। অজিদের সফর বাতিল নিয়ে টাইগারদের সাবেক কোচ বলেন, ‘দু’দিন আগে আমি বাংলাদেশে এসেছি। এখানে এসে আমার মনে হয়নি যে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করার মতো কিছু আছে। তবে আমি নিশ্চিত সিরিজটা পরবর্তীতে ঠিকই হবে। ’

এদিকে বিপিএলের প্রস্তুতির জন্য খুবই অল্প সময় পেয়েছে শেন জার্গেনসেনের দল রংপুর রাইডার্স। মাত্র কয়েকটি দিনের প্রস্তুতিতে দল কেমন খেলবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব দলের জন্যই প্রস্তুতিটা একই রকম হচ্ছে। তবে সবাই খেলার মধ্যেই ছিলো। কেউ জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে আবার কেউ সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষেও খেলেছে। আবার কেউ খেলেছে ঘরোয়া লিগে। এখানে দলে যারা আছে সবাই প্রস্তুত আর সবাই চেষ্টা করছে মূল স্কোয়াডে জায়গা পেতে। ’

সব শেষে বিপিএলের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করে রংপুর কোচ জানান, ‘এখানে হারতে আসিনি, এসেছি জিততে। আর টুর্নামেন্টের ফাইনালে খেলাই আমার মূল লক্ষ্য। ’

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ১৯ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।