ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাফিজকে প্রস্তাবই দেয়নি চিটাগং

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
হাফিজকে প্রস্তাবই দেয়নি চিটাগং

ঢাকা: পাকিস্তানের মোহাম্মদ আমির আছেন বলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল তামিম ইকবালের চিটাগং ভাইকিংসে খেলবেন না দেশটির তারকা ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ-পাকিস্তানের উর্দু দৈনিক ‘জং’-এর বরাত দিয়ে এমন একটি সংবাদ প্রকাশ করে শীর্ষস্থানীয় ভারতীয় পত্রিকাগুলো। ভারতীয় গণমাধ্যমগুলোর এ তালিকায় রয়েছে টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইয়াহু ইন্ডিয়া নিউজ।



এমন খবর প্রকাশের পর বাংলানিউজ থেকে যোগাযোগ করা হয় বিপিএলে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক দল চিটাগংয়ের মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিনের সঙ্গে। তিনি জানান, আমরা মোহাম্মদ হাফিজকে খেলার জন্য কোনো প্রস্তাবই দেইনি। তারপরও তিনি কি করে এমন কথা বললেন? এটা পুরোটাই মিথ্যাচার। আমরা এ নিয়ে হাফিজের সঙ্গে কথা বলবো। ’

সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা আরেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির রয়েছেন তামিম ইকবালের চিটাগংয়ে। তবে, আমির থাকায় চিটাগংয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে হাফিজ জানিয়েছেন, একই দলে আমিরের সঙ্গে তার খেলা সম্ভব নয়। চিটাগংয়ের ফ্র্যাঞ্চাইজি থেকে হাফিজ ১০ মিলিয়ন পাকিস্তানি রূপি প্রস্তাব পেয়েছিলেন বলেও উল্লেখ্য করা হয়।

দুবাইয়ে পাকিস্তানি উর্দু দৈনিক ‘জং’ কে দেয়া এক সাক্ষাৎকারে হাফিজ এমনটাই বলেন। সে সময় তিনি যোগ করেন, ‘কোনো ব্যক্তিগত সমস্যা বা ব্যক্তিগত শত্রুতার কারণে আমি এমন সিদ্ধান্ত নেইনি। বরং পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তির বিষয় চিন্তা করে আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। যারা পাকিস্তানের ক্রিকেটকে কলঙ্কিত করেছে, দেশের ভাবমূর্তি নষ্ট করেছে আমি তাদের সঙ্গে এক দলে খেলতে চাইনা। ’

এবারের বিপিএলে পাকিস্তানের ১৬ ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। তাদের মাঝে অনেকেই সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে খেলেছেন। ইংলিশদের বিপক্ষে সিরিজ শেষে দুবাই থেকে সরাসরি সেসব পাকিস্তানি ক্রিকেটাররা বাংলাদেশে চলে আসবেন বলে জানা যায়।

দেশটির শীর্ষ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন শহীদ আফ্রিদি, সাঈদ আজমল, উমর আকমল, কামরান আকমল, ওয়াহাব রিয়াজ আর ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফানের মতো তারকারা।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৫
এমআর/এসকে

** আমিরের কারণে তামিমের দলে খেলবেন না হাফিজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।