ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডে-নাইট টেস্টে অনিশ্চিত ট্রেন্ট বোল্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ডে-নাইট টেস্টে অনিশ্চিত ট্রেন্ট বোল্ট ছবি : সংগৃহীত

ঢাকা: ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে বোলিং না করাতেই একটা অনিশ্চয়তা দেখা দেয়। তবে অ্যাডিলেডে অনুষ্ঠেয় বহুল প্রতীক্ষিত ডে-নাইট টেস্টে ট্রেন্ট বোল্টের খেলার ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ডের বোলিং কোচ দিমিত্রি মাসকারেনহাস।



অ্যাডিলেড ওভালে আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ডে-নাইট টেস্টের পর্দা উঠবে। তিন ম্যাচ টেস্ট সিরিজের দুই ম্যাচ শেষে ১-১ সমতায় দু’দল।

শনিবার (২১ নভেম্বর) পার্থে শুরু হওয়া দিবারাত্রির দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচটির প্রথম ইনিংসে (৯০ ওভার) ৩৪৫ রানে অলআউট হয় স্বাগতিকরা। নিউজিল্যান্ডার্সের হয়ে নিল ওয়াগনার পাঁচটি ও স্পিনার মিচেল সান্টনার চারটি উইকেট লাভ করেন। তবে স্কোয়াডে থাকলেও বল হাতে নেননি বোল্ট।

আগে থেকেই খানিকটা ইনজুরি সমস্যায় ভুগছেন বোল্ট। পারফরম্যান্সেও এর প্রভাব পড়ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের চার ইনিংসে মাত্র ছয়টি উইকেট নেন ২৬ বছর বয়সী এ পেসার। শেষ পর্যন্ত ফিটনেস সমস্যা কাটিয়ে উঠতে না পারলে বোল্টের পরিবর্তে খেলতে পারেন আরেক বাঁহাতি পেসার নিল ওয়াগনার।

এক সাক্ষাৎকারে কিউইদের বোলিং কোচ বলেন, ‘বোল্টকে আরো কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। সে নিজের পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার পথেই রয়েছে। অ্যাডিলেডে তার খেলার ব্যাপারে আমরা ‍আশাবাদী। তবে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ’

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।