মিরপুর থেকে: বিপিএলের তৃতীয় ম্যাচটি আদৌ শুরু হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা চলছেই মিরপুরে। বিপিএলের তৃতীয় আসরে প্রতিটি দলের চারজন করে বিদেশি খেলোয়াড় বাধ্যতামূলক হলেও সিলেট তাদের টিমলিস্টে মাত্র দুইজন ক্রিকেটারকে রেখেছে।
এ দু’জন ক্রিকেটার হলেন অজন্তা মেন্ডিস ও দিলশাল মুনাবেরা। তবে, মাঠে দুইজনের বেশি বিদেশি ক্রিকেটার দেখা গেছে। এছাড়া জানা যায়, জসুয়া কব এবং রবি বোপারার অনাপত্তিপত্র (এনওসি) নেই।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মাঠে রয়েছে সিলেটের ক্রিকেটাররা, তবে ব্যাটিংয়ে নামছেন না চিটাগং ব্যাটসম্যানরা।
টিম লিস্ট দেওয়ার পর তা পরিবর্তন করার সুযোগ না থাকলেও সিলেট সুপারস্টারস দুইয়ের অধিক ক্রিকেটার মাঠে নামিয়েছেন। এ বিতর্ক নিয়ে দুটি দলের সাথে ম্যাচ অফিশিয়ালসহ মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীসহ দুটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে আলোচনা চলছে।
ক্রিকেটে এমন ঘটনা সত্যিই বিরল। খেলা হবে কিনা এ নিয়ে মাঠে আসা দর্শকরাও সন্দিহান। তারা ক্ষোভ প্রকাশ করেই চলেছেন।
** চরম নাটকীয়তায় বিলম্ব হচ্ছে ম্যাচ
** টস জিতে ফিল্ডিং নিয়েছে সিলেট
** মুখোমুখি চট্টগ্রাম ও সিলেট, টসে বিলম্ব
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ২৩ নভেম্বর ২০১৫
এসকে/এমআর