মিরপুর থেকে: সিলেট সুপার স্টারসের দলে বিদেশি ক্রিকেটার নিয়ে চরম নাটকীয়তার প্রায় ৬৭ মিনিট পর শুরু হয় বিপিএলের চিটাগং ভাইকিংস ও সিলেট সুপার স্টারসের মধ্যকার ম্যাচটি।
দলটিতে দু’জন বিদেশি খেলোয়াড় জসুয়া কব ও রবি বোপারার নাম টিমলিস্টে না থাকায় তাদের মাঠে দেখে আপত্তি জানান চিটাগং অধিনায়ক তামিম ইকবাল।
বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ফারুক আহমেদ বাংলানিউজটোয়েন্টিফোর.কমকে জানান, ‘সিলেট সুপার স্টারসের দুই বিদেশি ক্রিকেটার জসুয়া কব ও রবি বোপারার এনওসি না থাকায় এই সমস্যা হয়। ’
এর আগে সোমবার (২৩ নভেম্বর) টসের নির্ধারিত সময়ে চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম মাঠে এসে ম্যাচ রেফারির সঙ্গে দাঁড়িয়ে থাকলেও সেখানে ছিলেন না সিলেট অধিনায়ক মুশফিক। মূলত দল নিয়ে এমন সমস্যা থাকার কারণেই টসের নির্ধারিত সময়েরও ২৬ মিনিট পর তা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ২৩ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর