ঢাকা: প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি। সেই সুবাদেই ডাক পেয়েছেন বাংলাদেশ ‘এ’ দলে।
জিম্বাবুয়ে সফর শেষ করে এবার যোগ দিয়েছেন বিপিএলের দল ঢাকা ডায়নামাইটসে। মোসাদ্দেকের আশা এ ফরম্যাটে (টি-টোয়েন্টি) ভালো কিছুই হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে ঢাকা ডায়নামাইটসের অনুশীলনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন এ তরুণ ক্রিকেটার, ‘টি-টোয়েন্টি ফরম্যাট আমার কাছে একেবারে নতুন। একেবারে ভিন্ন একটি ফরম্যাট। বিপিএল দিয়েই শুরু হলো। যেহেতু বাকি ফরম্যাটগুলোতে ভালো করেছি, আশা করছি টি-টোয়েন্টি ফরম্যাটেও ভালো করবো। ’
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচে ১৪ বলে ৭ রান করে আউট হন মোসাদ্দেক হোসেন। মাত্র ১১১ রান জয়ের লক্ষ্যমাত্রা হওয়ায় রান তোলার তাড়া ছিল না সে ম্যাচে। তাই সময় নিয়েই ব্যাট করতে চেয়েছিলেন এই ব্যাটসম্যান, ‘প্রথম ম্যাচটি লো-স্কোরিং ছিল। তাই সে ভাবেই আমাদের পরিকল্পনা ছিল। সামনের ম্যাচগুলো হয়তো ভিন্ন কিছু হবে। ’
কিংবদন্তী ক্রিকেটার কুমার সাঙ্গাকারার সঙ্গে জুটি বেধে বিপিএলে ব্যাট করেছেন মোসাদ্দেক। লংকান এই ক্রিকেটারের নেতৃত্বে ও জুটি বেধে ব্যাটিং করার অভিজ্ঞতার কথাও জানান মোসাদ্দেক, ‘এটা আমার জন্যে বড় পাওয়া। স্বপ্নের মতো। তার (সাঙ্গাকারা) কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ব্যাটিং সম্পর্কে অনেক কিছু বলছেন। এগুলো আমাকে খুব সাহায্য করছে। ’
‘এক সঙ্গে ব্যাটিংয়ের সময় বলেছিলেন যে এখন পরিস্থিতি এমন; দ্রুত রান তোলার মতো ব্যাটিং করার দরকার নেই। স্বাভাবিক খেলা খেলতে থাকো, সিঙ্গেল নিতে থাকো। আমি সেটাই করার চেষ্টা করেছি’-যোগ করেন মোসাদ্দেক।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৫
এসকে/এমআর