ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাবার পথে অর্জুন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
বাবার পথে অর্জুন টেন্ডুলকার

ঢাকা: প্রায় দুই যুগ বিশ্বের সেরা বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন ভারতীয় ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার। বাবার পথেই হাঁটতে চলেছেন শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার।

বাবা ব্যাটিংয়ের সঙ্গে দারুণ সব ঘূর্ণিতে কাবু করেছিলেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। তার ছেলেও ক্রিকেটার হিসেবে হয়ে উঠছে দারুণ সম্ভাবনাময়ী এক অলরাউন্ডার।

১৬ বছর বয়সে মুম্বাইয়ের ইয়ুথ দলে সুযোগ পেয়েছেন অর্জুন টেন্ডুলকার। ১৫ জনের স্কোয়াডে তাকে রাখা হয়েছে। ভারতের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে অর্জুন বিজয় মার্চেন্ট ট্রফির টুর্নামেন্টে অংশ নেবেন।

বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করা অর্জুন টেন্ডুলকার ট্রায়াল টুর্নামেন্টের ম্যাচে শতক হাঁকিয়ে বল হাতে নিয়েছিলেন চার উইকেট। আর দারুণ এ পারফর্ম নজড় কেড়েছে মুম্বাইয়ের নির্বাচকদের।

শচীনের ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল মুম্বাবুয়ের ইয়ুথ দল দিয়েই। মাত্র ১৫ বছর বয়সে দলটির হয়ে খেলেছিলেন রঞ্জি ট্রফিতে। আর ১৬ বছর বয়সে ক্রিকেটের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন তিনি। এবার কি তাহলে শচীন পুত্রের পালা!

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।