ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজকে কোয়াবের অভিনন্দন

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
মুস্তাফিজকে কোয়াবের অভিনন্দন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে থাকার গৌরব অর্জন করেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। বিশ্ব ক্রিকেট অঙ্গনে  তার এই অসামান্য কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।


 
বুধবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তরুণ পেসারকে সংগঠনটি অভিনন্দন জানায়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, তরুণ পেস বোলার মুস্তাফিজুর রহমান বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়ানডে ক্রিকেটের বিশ্ব একাদশে সুযোগ পাওয়ায় তাকে কোয়াব অভিনন্দন জানাচ্ছে।
 
মুস্তাফিজুর রহমানের এই  অন্তর্ভূক্তি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটের সুসংহত অবস্থান ও বিশ্বে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির স্বাক্ষর বহন করে। আইসিসির কাছ থেকে মুস্তাফিজুর রহমানের এই সম্মান প্রাপ্তি বাংলাদেশ ক্রিকেট দলের আগামী দিনের পারফরমেন্সকে আরো শক্তিশালী করবে।
 
বাংলাদেশ সময় ২১০০ ঘন্টা, ০২ ডিসেম্বর, ২০১৫
এইচএলএমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।